ফের বাজিমাত ভারতের! এশিয়া কাপে বড় সিদ্ধান্ত BCCI-র! ২০০ কোটির ঝটকা পেল পাকিস্তান

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারত (India)-পাকিস্তানের মধ্যে সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট প্রভাবিত হয়েছে। গত মাসে জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার মধ্য দিয়েই এর শুরু হয়। ওই জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, ওই হামলায় পাক জঙ্গিগোষ্ঠীর যুক্ত থাকার খবর পাওয়ার পরেই গর্জে ওঠে গোটা ভারত। ইতিমধ্যেই ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের এই ঘৃণ্য কাজের জবাব দিয়েছে।

ভারত (India) নিচ্ছে বড় সিদ্ধান্ত:

গত ৬ ও ৭ মে রাতে ভারত (India) পাকিস্তানে সন্ত্রাসবাদীদের একাধিক আস্তানা ধ্বংস করেছে। এরপর দুই দেশের সামরিক সংঘাতের কারণে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। ভারতে চলমান IPL-ও এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে, এসব কারণে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। ভারত সর্বত্র পাকিস্তানের বিরোধিতা করছে। শুধু তাই নয়, ভারত এখন ক্রিকেটের পর্যায়েও পাকিস্তানের বিরোধিতা করতে পুরোপুরি প্রস্তুত।

India is giving Pakistan a shock with cricket this time.

পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে BCCI: এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভারত (India) ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পরে, BCCI আসন্ন মহিলাদের ইমার্জিং টিম এশিয়া কাপ এবং পুরুষদের এশিয়া কাপ ২০২৫ থেকে তার নাম প্রত্যাহার করেছে। অর্থাৎ ভারতীয় দল এই দু’টি প্রতিযোগিতায় অংশ নেবে না। উল্লেখ্য যে, পুরুষদের এশিয়া কাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু, এই টুর্নামেন্ট থেকে ভারত না অংশগ্রহণ করলে এই টুর্নামেন্টটি বাতিলও হতে পারে। কারণ, বেশিরভাগ স্পনসর ভারতের।

আরও পড়ুন: কমিয়েছেন ১০ কেজি ওজন! নেটে ঝরাচ্ছেন ঘাম, কোহলির পরিবর্তে দাপট দেখাতে প্রস্তুত ভারতের এই ব্যাটার

ভারতের অনুপস্থিতিতে পাকিস্তানের বড় ক্ষতি হবে: জানিয়ে রাখি যে, এশিয়া কাপের শেষ সংস্করণটি ২০২৩ সালে ODI ফরম্যাটে খেলা হয়েছিল। সেটি পাকিস্তান দ্বারা আয়োজিত হয়েছিল। কিন্তু ভারত (India) পাকিস্তানে যেতে অস্বীকার করায় টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলা হয়েছিল। এর জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়ে পাকিস্তানকে। এমতাবস্থায়, এখন ভারত পাকিস্তানের বিরোধিতা করায় এবং এশিয়া কাপ খেলতে অস্বীকার করার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। বিজনেস টুডে-র একটি রিপোর্ট অনুসারে, এশিয়া কাপ এবং ICC ইভেন্টে ভারতের অংশগ্রহণের ফলে PCB প্রতি চক্রে আনুমানিক ১৬৫ থেকে ২২০ কোটি (২০-২৬ মিলিয়ন ডলার) টাকা আয় করে। আসলে, এই ম্যাচগুলি বিশ্বব্যাপী প্রচুর উপার্জনের সুযোগ ঘটায় এবং ভারত-পাকিস্তান ম্যাচগুলি নিয়মিতভাবে রেকর্ড-ব্রেকিং দর্শক পরিলক্ষিত করে। এর ফলে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকেও ভালো অর্থ মেলে।

আরও পড়ুন: ভারতের ধ্বংস করা জঙ্গি ঘাঁটি ফের তৈরির প্ল্যান! IMF-এর কাছ থেকে মোক্ষম ঝটকা পেল পাকিস্তান

২০২৪-২০৩১ সালের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার কাছে ১৭০ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল। আর এটি ঘটেছিল প্রধানত ভারতের অংশগ্রহণের কারণে। এমতাবস্থায়, এশিয়া কাপে ভারত অংশগ্রহণ না করলে এই চুক্তিটি পুনরায় আলোচনা করতে হতে পারে এবং মূল্য উল্লেখযোগ্যভাবে কম রাখা হতে পারে। যার ফলে রেভিনিউর পরিমাণ হ্রাস পাবে এবং PCB-র অংশও হ্রাস পাবে। বর্তমানে প্রতিটি ACC সদস্য সম্প্রচার রাজস্বের ১৫ শতাংশ পায়।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

 

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X