বাংলা হান্ট ডেস্ক:বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের কাছে সবথেকে বড় প্রশ্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। এবার এই ব্যবস্থায় একটা বদল আসতে চলেছে।দেশে আনা হচ্ছে রাশিয়ায় তৈরি মিসাইল প্রতিরোধী ব্যবস্থা। রবিবার রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভ জানালেন, আগামী ১৮-১৯ মাসের মধ্যেই ভারতের হাতে আসছে রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। মাটি থেকেই আকাশপথে যে কোনও হামলার মোকাবিলা করতে পারে এই সিস্টেম। ক্রুজ মিসাইল, ব্যালেস্টিক মিসাইল, যে কোনও যু্দ্ধ বিমান, ড্রোনকে ধ্বংস করার ক্ষমতা আছে এর।২০১৮ সালের ৫ অক্টোবর দুদেশের মধ্যে দিল্লিতে যে শীর্ষ বৈঠক হয় সেই বৈঠকেই ৫.৪৩ বিলিয়ন ডলারের এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার কথা চূড়ান্ত হয়।
এদিন রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভ আরও জানান, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য অগ্রিম অর্থ মিটিয়ে দিয়েছে ভারত নির্দিষ্ট সময়ে আগামী ১৮-১৯ মাসের মধ্যেই ভারতের কাছে এসে যাবে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম।