এসজি সংস্থা, ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে এই সংস্থার নাম জড়িয়ে থাকে। করোনা পরবর্তী সময়ে বাইশগজে ক্রিকেট ফিরলে এই এসজি সংস্থা নিতে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে ক্রিকেটারদের করোনা ভাইরাস থেকে বাঁচার পথ প্রদর্শক এখন এই এসজি সংস্থায়। সারা বিশ্বকে এখন রাস্তা দেখাতে পারে ভারতের এই সংস্থায়।
এই এসজি সংস্থা দাবি করেছে ইতিমধ্যেই তারা একটি বিশেষ পোশাক তৈরির কাজ শুরু করে দিয়েছে। করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে তাদের তৈরি এই পোশাক পড়েই ক্রিকেটাররা করোনা ভাইরাসের থাবা থেকে রক্ষা পাবে বলে তাদের দাবি। এসজি সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন মূলত ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ধরনের পোশাক বানানো শুরু হয়েছে। এই পোশাক যে কোন ক্রিকেটার পড়তে পারেন। তারা জানিয়েছেন এই মাসের শেষের দিকেই বাজারে আসতে চলেছে এই বিশেষ পোশাক। এমনকি কোনো সাধারণ মানুষ চাইলেও এই পোশাক পরিধান করে করোনার হাত থেকে রক্ষা পেতে পারেন।
এই বিশেষ পোশাক এর উপরের অংশে থাকবে দস্তানা, মাস্ক, মাথা ঢাকার হুডি, জ্যাকেট। নিচের অংশে থাকবে জুতোর কভার এবং ট্রাউজার। সঙ্গে থাকবে একটি ব্যাগ। জানা গিয়েছে খুব একটা বেশি দাম নয় এই পোশাকের। মাত্র 1500 টাকা থেকে 1700 টাকার মধ্যে পাওয়া যাবে এই বিশেষ পোশাক। ইতিমধ্যেই এসজি সংস্থার তরফ থেকে বিসিসিআই এর কর্মকর্তাদের কাছে এই পোশাকের ব্যাপারে কথাবার্তা বলা শুরু হয়ে গিয়েছে। তারা জানিয়েছেন আমরা ইতিমধ্যেই পোশাকের নমুনা পাঠিয়ে দিয়েছি বিসিসিআই এর কাছে। তারা এই পোশাক দেখার পরেই সিদ্ধান্ত নেবেন। বিসিসিআই চাইছে ক্রিকেটারদের স্বাস্থ্য সুনিশ্চিত করতে। অপরদিকে এই এসজি সংস্থাও চাইছে সেই দিকে বিশেষ নজর রাখতে। আর সেই কারণেই এই পোশাক বানানো হয়েছে বলে জানিয়েছেন এসজি সংস্থার এক কর্মকর্তা।