বিশ্ব বাজারে এখন চীনের বিকল্প হিসাবে জায়গা করে নিচ্ছে ভারত, কোণঠাসা হচ্ছে চীন

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) ফলে চীন (China) বর্তমানে কোণঠাসা হয়ে গেছে। সবকিছু জেনেও সমগ্র বিশ্বকে করোনা ভাইরাসের বিষয়ে আড়ালে রাখার জন্য, চীনের বিরুদ্ধে সোচ্চার হয়েছ সমগ্র বিশ্ব। এই পরিস্থিতিতে কিছু দেশ ভারতের (India) উপর নির্ভির করতে শুরু করে দিয়েছে। ইউনাইটেড কিংডম (UK) তাঁদের দেশে 5g টেকনোলজির জন্য হুয়াবেকে সম্মতি দিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অসুস্থ হওয়ার আগেই তিনি এই 5g টেকনোলজি বাতিল করার কথা বলেছিলেন।

modi 55

বরিস জনসনের অসুস্থতার কারণে ব্রিটেনের বিদেশমন্ত্রী এখন সেখানকার দায়িত্ব ভার সামলাচ্ছেন। তিনি আবারও জানান যে, এই 5g টেকনোলজি আমরা বর্তমানে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। যার দরুন আবারও পরিস্কার হয়ে যাচ্ছে তারা এই সংকটের পরিস্থিতিতে চীনের সঙ্গে কোনোরকম বাণিজ্য করতে চাইছেন না।

আবার অন্যদিকে ফ্রান্সও একটি বড় ঘোষণা করেছে। ফ্রান্স জানিয়েছে এবার থেকে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তারা চীনের থেকে ভারতকে বেশি প্রাধান্য দেবে। ইউরোপীয়ান ইউনিয়িনেও এখন আর একতা নেই। ভারত ব্যবসার দিক থেকে বর্তমানে খুবই বৃহত একটি মার্কেট। তাই আমরা এখন ব্যবসার দিকে ভারতের সঙ্গে বেশি সমঝোতা করব। সুরক্ষার দিকেও ভারতের উপর নির্ভর করব। এতে করে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে।

modi 22222

বিশ্বের অন্যন্য দেশও এখন চীনের বিকল্প হিসাবে ভারতের কথা ভাবছে। কারণ এখন বিশ্ব আর চীনকে চাইছে না। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বিশ্ব এখন চীনের সঙ্গে আর কোন ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইছে না। চীনের জায়গায় জায়গা দিতে চাইছে ভারতকে।

বিভিন্ন সময় বিভিন্ন রকম মারণরোগের সূচনা হয়েছে চীন থেকে। আর তাঁর ক্ষতিকর প্রভাবে সমগ্র বিশ্বকে ভুগতে হয়েছে। তাই এবার বিশ্ব চাইছে চীন থেকে যত জিনিস আমদানি করা হয়, তা বন্ধ করতে। কিন্তু চীনের বিকল্প হিসাবে বিশ্ব এবার ভারতকে নিয়ে চিন্তা করা হচ্ছে। বর্তমানে ভারত ওষুধ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, বিভিন্ন দেশে এই সংকটের সময় ওষুধ রপ্তানি করছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশকে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্যও রপ্তানি করছে। সেই কারণে বিশ্ব এখন চীনের বদলে ভারতের সঙ্গে ব্যবসা করার কথা ভাবছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর