বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পরে নিঃসন্দেহে খুশি হবেন প্রত্যেক ভারতীয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, আগামী কয়েক বছরের মধ্যে ভারত (India) বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তবে এর জন্য ভারতকে সম্ভবত বেশি দিন অপেক্ষা করতে হবে না।
নয়া ইতিহাস গড়ার পথে ভারত (India):
এর অন্যতম কারণ হল অর্থনীতির দিক থেকে চলতি বছরেও জার্মানির নেগেটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে। জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অনুমান করেছে যে, এই বছর দেশটির অর্থনীতি ০.৫ ৫ শতাংশ কমতে পারে। এদিকে, আর আগে ২০২৩ সালে ওই দেশের অর্থনীতি ০.৩ শতাংশ এবং ২০২৪ সালে ০.২ শতাংশ হ্রাস পেয়েছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
এদিকে, ভারত (India) বর্তমানে ৪.২৭ ট্রিলিয়ন ডলার সহ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে জাপান (৪.৩৯ ট্রিলিয়ন ডলার), জার্মানি (৪.৯২ ট্রিলিয়ন ডলার), চিন (১৯.৫৩ ট্রিলিয়ন ডলার) ও আমেরিকা (৩০.৩৪ ট্রিলিয়ন ডলার)।
আরও পড়ুন: চুপ থাকবে না ইসলামাবাদ! মোদী-ট্রাম্পের বৈঠকের পরেই গর্জে উঠল পাকিস্তান, দিল বড় হুমকি
অনুমান করা হচ্ছে যে, জাপানের অর্থনীতি এই বছর ১.১ শতাংশ হারে বৃদ্ধি পাবে পেতে পারে। যেখানে ভারতের (India) অর্থনীতিতে ৬.৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, এই বছরই ভারত জাপান ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ! কপাল খুলল টিম ইন্ডিয়ার
আর বেশি অপেক্ষা করতে হবে না: এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর মতে, ২০২৯ সাল নাগাদ ভারত (India) বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। সেইসময়ে ভারতের জিডিপির আকার হবে ৬.৪৪ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, জার্মানি ৫.৩৬ ট্রিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে এবং জাপান ৪.৯৪ ট্রিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে থাকবে। কিন্তু, জার্মানির অর্থনীতি যেভাবে ক্ষয় হচ্ছে এবং জাপানের অর্থনীতি যেভাবে মন্থর হচ্ছে, তাতে মনে হচ্ছে ভারতকে এই পর্যায়ে পৌঁছতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।