বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে T20 বিশ্বকাপ ২০২৪ (ICC Men’s T20 World Cup)-এর লড়াই। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। এর মধ্যে আয়ারল্যান্ডের (Ireland) বিপক্ষে ৮ উইকেটে ম্যাচ জিতেছে ভারতীয় দল। সেই সঙ্গে আমেরিকার (America) বিপক্ষে সুপার ওভারে হেরে বিপাকে পড়েছে পাকিস্তান। পাশাপাশি, পাকিস্তানি দলের আত্মবিশ্বাসেও যথেষ্ট আঘাত লেগেছে। এমন পরিস্থিতিতে, প্রত্যেক ক্রিকেট অনুরাগীর চোখ রয়েছে আগামী ৯ জুন নিউইয়র্কের মাঠে হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। ওই ম্যাচের জন্য ভারতীয় দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন ঠিক কিরকম হতে পারে বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেটাই তুলে ধরব।
ওপেনিং জুটি এমন হতে পারে: আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধেও ওপেনিংয়ে দেখা যেতে পারে এই দুই জুটিকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত। ওই ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। অন্যদিকে কোহলি বড় ইনিংস খেলার ক্ষেত্রে অত্যন্ত পটু। এদিকে, ৩ নম্বরে আবার সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। শেষ ম্যাচে তিনি ২৬ বলে করেছেন ৩৬ রান।
পাশাপাশি, ৪ নম্বরে জায়গা পেতে পারেন T20 ক্রিকেটের দুর্ধর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। যেকোনো বোলিং আক্রমণকে ধ্বংস করার ক্ষমতা আছে সূর্যের। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেতে পারেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। মাত্র কয়েক বলে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারদর্শী এই খেলোয়াড়রা। এছাড়া হার্দিক ও দুবের মতো খেলোয়াড়রা প্রয়োজনে বলও করতে পারেন।
এই বোলাররা করবেন আক্রমণ: ভারত-পাকিস্তান ম্যাচে ফাস্ট বোলিং আক্রমণের দায়িত্ব নিতে দেখা যাবে জসপ্রিত বুমরাহকে। পাশাপাশি থাকতে পারেন মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং। স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। কুলদীপ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স প্রদর্শন করছে এবং T20 ক্রিকেটে তিনি যথেষ্ট সাবলীলভাবে খেলতে পারেন।
আরও পড়ুন: দৌড়তে পারছে না বন্দে ভারত, ক্রমশ কমছে গতি! একাধিক কারণ সামনে এনে মুখ খুলল রেল
দুই দলের রেকর্ড: T20 বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে মোট ৭ টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ভারতীয় দল জিতেছে ৬ টিতে। যেখানে পাকিস্তানি দল জিতেছে মাত্র ১ বার। ২০২১ সালের T20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে ম্যাচটি জিতে যায় পাকিস্তান।
আরও পড়ুন: একলাফে ৩ গুণ সস্তা হচ্ছে টিকিট! ১ জুলাই থেকেই ভাড়া কমছে ৫৬৩ লোকাল ট্রেনের
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ।