আহমেদাবাদই হতে পারে ভেন্যু! ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য কোমর বাঁধছে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সুখবর পেতে পারেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) স্পষ্ট করে দিয়েছেন যে ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমসের (Olympics) আয়োজনের আবেদন করার  বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখছে। ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন যে আপাতত ২০২৩ সালে মুম্বাইতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) অধিবেশনের আগে দেশের সরকার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সাথে পরামর্শ করে <span;>একটি রোডম্যাপ প্রস্তুত করতে আগ্রহী।

ভারত শেষবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন আয়োজিত হয়েছে আজ থেকে ৪০ বছর আগে। তারপরে আবার আগামী বছরের মে-জুন মাসে আইওসি অধিবেশনের আয়োজন হওয়ার কথা। ভারত ইতিপূর্বে কখনোই অলিম্পিক গেমসের আয়োজন করেনি। তবে অনুরাগ ঠাকুর ভারতের মাটিতে সফলভাবে অলিম্পিক আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

আইওসি কোনও গ্যারান্টি না দিলেও জানিয়েছে যে আপাতত তারা ২০৩৬ অলিম্পিক আয়োজনের ব্যাপারে ১০টি শহরের সাথে প্রাথমিক আলোচনায় রয়েছে। তার আগে ২০২৪ সালে প্যারিসে অলিম্পিকের আয়োজক হবে। এরপরের সংস্করণ দুটি লস অ্যাঞ্জেলেস এবং অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আয়োজিত হবে।

একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে  অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ভারত যদি একাধিক ক্ষেত্রে গোটা বিশ্বের সামনে উদাহরণ তৈরি করতে পারে, তবে ক্রীড়া ক্ষেত্রে কেন নয়! ভারত ২০৩৬ অলিম্পিকের জন্য রোডম্যাপ তৈরি করবে এবং আপাতত তারা বিডিংয়ের বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে।”

anurag thakur

ভারতে যদি শেষপর্যন্ত অলিম্পিক আয়োজিত হয়, তবে বড় সম্ভাবনা রয়েছে যে ইভেন্টটি আয়োজিত হবে আহমেদাবাদে। তবে এই ব্যাপারে ভারতের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং শেষ ফুটবল বিশ্বকাপের আয়োজন করা কাতার। সেই সঙ্গে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে পারে জার্মানিও।


Reetabrata Deb

সম্পর্কিত খবর