‘ভারত সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত’, জাপানে বসে চিনকে কড়া হুঁশিয়ারি মোদির!

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ভারত চিন সম্পর্ক (India China Relation) নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি ভারত চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার জন্য পুরোপুরি তৈরি ও প্রতিজ্ঞাবদ্ধ। এরই সঙ্গে মোদি জানান, ভারত ও চিনের ভবিষ্যৎ সম্পর্ক একে অপরের উপর শ্রদ্ধা, সংবেদনশীলতার নির্ভর করছে।

এদিম পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি জানান, প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার। তবে এখানে দু’পক্ষেরই সম্মতি দরকার হয়।

এই মুহুর্তে জাপানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে একটি সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকার তিনি বলেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার ব্যাপারে পুরোপুরি তৈরি ও দৃঢ়প্রতিজ্ঞ। সার্বভৌমত্ব, আইনের শাসন ও শান্তিপূর্ণ পথে যাবতীয় বিতর্কের অবসান ঘটানোর ক্ষেত্রে ভারত কতটা শ্রদ্ধাশীল একথা বোঝাতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা জানান।

নমো এদিন পরিষ্কার বলেন, ভারত ও চিনের মধ্যে যে ভবিষ্যৎ সম্পর্ক সেটা সম্পূর্ণ ভাবে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা, পারস্পরিক স্বার্থরক্ষার উপর নির্ভর করছে। সেই সঙ্গেই তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেন, দুপক্ষের মধ্যে সম্পর্ক যদি স্বাভাবিক হয় তবে সেটা গোটা বিশ্বের জন্য ভালো।

জাপানে জি-৭ সামিটে যোগ দিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জাপান থেকে ভারতের প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা আন্তর্জাতিক মহল। আর সেখানে গিয়ে একদিকে পাকিস্তান ও অন্যদিকে চিনের বিষয়ে মন্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত খবর

X