বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বড় ঘোষণা করেছেন। যেখানে তিনি বলেছেন যে “মেড ইন ইন্ডিয়া” (India) সেমিকন্ডাক্টর চিপ ২০২৫ সালে অর্থাৎ চলতি বছরেই সামনে আসবে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আয়োজিত “গ্লোবাল ইনভেস্টার্স সামিট ২০২৫”-এর দ্বিতীয় দিনে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কলের মাধ্যমে যোগ দেন।
বড় নজির গড়ার পথে ভারত (India):
এরপরে তিনি জানান, প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ ২০২৫ সালে সেমিকন্ডাক্টর চিপ রোল আউট করবে এবং তারপরে উৎপাদনের জন্য প্রস্তুত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মধ্যপ্রদেশ ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে চলেছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী জবলপুর এবং ভোপালে দু’টি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারের অনুমতিও দিয়েছেন।
মধ্যপ্রদেশে অনেক ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে: বর্তমানে, ৮৫ টি কোম্পানি সক্রিয়ভাবে মধ্যপ্রদেশে ইলেকট্রনিক্স উৎপাদনে কাজ করছে। অশ্বিনী বৈষ্ণব জানান, সরকার প্রযুক্তি খাতে উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যৎ দক্ষতা কর্মসূচির আওতায় ২০ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সেমিকন্ডাক্টর চিপ কি: জানিয়ে রাখি যে, সেমিকন্ডাক্টর চিপ হল একটি ছোট ইলেকট্রনিক উপাদান। যা সেমিকন্ডাক্টর উপাদান অর্থাৎ সিলিকন দিয়ে তৈরি এবং এতে ইন্টিগ্রেটেড সার্কিট (IC) থাকে। এটি আসলে উন্নত ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সেমিকন্ডাক্টর চিপ প্রসেসিং থেকে শুরু করে মেমরি স্টোরেজ এবং সিগন্যাল অ্যামপ্লিফিকেশনের মতো কাজ করে। অনেক ধরণের সেমিকন্ডাক্টর চিপসেট রয়েছে যার মধ্যে রয়েছে মাইক্রোপ্রসেসর, মেমরি চিপস (RAM, ফ্ল্যাশ স্টোরেজ), গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) ইত্যাদি অন্যতম।
আরও পড়ুন: ট্রাম্প আসতেই ক্রমশ বাড়ছে চিনের টেনশন! উপায় না পেয়ে ভারতের সাথে বন্ধুত্বের জন্য মরিয়া বেজিং
এই সেক্টর এত লক্ষ কোটি টাকায় পৌঁছেছে: ভারত (India) বিগত এক দশকে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে অভূতপূর্ব গতি দেখেছে। ইতিমধ্যেই এই সেক্টর ১০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ভারত বর্তমানে ২.৫ লক্ষ কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্য রফতানি করছে। যার মধ্যে রয়েছে মোবাইল (৫ লক্ষ কোটি টাকা), ল্যাপটপ, সার্ভার, টেলিকম সরঞ্জাম (৭৫,০০০ কোটি টাকা) এবং প্রতিরক্ষা ও চিকিৎসা সংক্রান্ত ইলেকট্রনিক্স পণ্য। ভারতের ৩ টি শীর্ষ রফতানি করা আইটেমের মধ্যে এখন ইলেকট্রনিক্স পণ্যও রয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি করতে চাইছেন না পাকিস্তানি পুলিশ কর্মীরা, কারণ জানলে হবেন অবাক
চিপ ডেভেলপমেন্টে বড় অগ্রগতি: ভারত (India) সেমিকন্ডাক্টর চিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। বর্তমানে দেশে একই সাথে ৫ টি ইউনিটে কাজ চলছে। এমতাবস্থায়, প্রথম মেড ইন ইন্ডিয়া চিপট ২০২৫ সালের মধ্যে আসবে। এছাড়া সরকার উন্নত সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য ৮৫ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে, অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন যে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং নেতৃত্ব ভারতের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই কৃতিত্বের জন্য তিনি মধ্যপ্রদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।