বাংলাহান্ট ডেস্কঃ আত্মনির্ভর ভারত (india) গড়ে তোলার নিরিখে আরও বেশ কয়েকধাপ এগিয়ে গেল ভারত। বিদেশ থেকে ভারতে অস্ত্র আমদানির (arms import) পরিমাণ কমল প্রায় ৩৩ শতাংশ। দেশের মাটিতেই বিভিন্ন শক্তিশালী যুদ্ধাস্ত্র প্রস্তুতের ফলে এবার বিদেশের থেকে আমদানি কমল ভারতের।
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, ২০১১-২০১৫ সালের তুলনায় ২০১৬-২০২০ সালে বিদেশ থেকে অস্ত্র আমদানি ৩৩ শতাংশ কমিয়েছে ভারত। গত ৫ বছরে রাশিয়ার থেকে সর্বাধিক অস্ত্র আমদানি করলেও, ভারত আমদানির পরিমাণ কমিয়েছে প্রায় ৫৩ শতাংশ।
শুধুমাত্র রাশিয়াই নয়, আমেরিকার থেকেও অস্ত্র আমদানি কমিয়েছে ভারত সরকার। ২০১১-২০১৫ সালের মধ্যে বিশ্বের সর্বাধিক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে আমেরিকা দ্বিতীয় ছিল। কিন্তু ২০১৬-২০২০ সালে আমেরিকার স্থান চলে আসে চতুর্থ নম্বরে। আমেরিকা থেকে ৪৬ শতাংশ অস্ত্র আমদানি কমিয়েছে ভারত।
২০১৬-২০২০ সালের হিসেবে ইসরায়েল বিশ্বের দ্বিতীয় এবং ফ্রান্স তৃতীয় স্থানে থাকলেও, ফ্রান্সের থেকে যুদ্ধাস্ত্র আমদানির পরিমাণ বর্তমানে অনেক বেশি পরিমাণ রয়েছে ভারতের। কারণ ফ্রান্স থেকে ৩৬ টি লড়াকু যুদ্ধবিমান রাফাল ক্রয় করার চুক্তিবব্ধ হয়েছে ভারত। যার ফলে এই মুহূর্তে বিদেশ থেকে যুদ্ধাস্ত্র আমদানির ক্ষেত্রে ফ্রান্সের থেকে ভারত বেশি অস্ত্র আমদানি করছে।
হাতিয়ার আমদানিকারক দেশগুলোর মধ্যে সৌদি আরবের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের নাম। পঞ্চম স্থানে রয়েছে চীন এবং দশম স্থানে পাকিস্তান। ২০১৬-২০২০ সালের নিরিখে বিশ্বের সর্বাধিক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীনের স্থান পঞ্চমে এসে দাঁড়িয়েছে। ৭.৮ শতাংশ কমেছে অস্ত্র রফতানি।