বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের সামনে নিজেদের ‘শান্তিপ্রিয়’ দেশের ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। কিন্তু পহেলগাঁও হামলা থেকে বারংবার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে যেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে সন্ত্রাসকে সরাসরি মদত দেয় পাকিস্তান। পহেলগাঁও হামলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তান যোগের প্রমাণ পেয়েছিলেন ভারতীয় (India) গোয়েন্দারা। অথচ তা বেমালুম অস্বীকার করে গিয়েছে পাকিস্তান।
পাকিস্তানকে আর ছেড়ে কথা বলবে না ভারত (India)
ভারতও (India) অবশ্য আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। পহেলগাঁও হামলায় নিহত, মা বোনদের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতীয় (India) সেনা, যাতে ধ্বংস হয় ৯ টি জঙ্গি ঘাঁটি। আঘাতের পর সফল প্রত্যাঘাত। পালটা পাকিস্তান মরিয়া হয়ে হামলার চেষ্টা করলে আবারও তার কড়া হাতে দমন করে ভারত।
বড় পরিকল্পনা করেছে ভারত: সন্ত্রাসবাদের বিরোধিতায় বছরের পর বছর ধরে কড়া অবস্থান ধরে রেখেছে ভারত (India)। এ বিষয়ে পাকিস্তানকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু ‘নির্লজ্জ’ পাকিস্তান প্রতিবারই নিজের স্বরূপটা প্রকাশ করেছে। এবার তাই গোটা বিশ্বের সামনে পাকিস্তানকে নাস্তানাবুদ কথার আঁটোসাঁটো পরিকল্পনা করেছে ভারত (India)।
আরো পড়ুন : গুঞ্জনই সার, এখনই পদ ছাড়ছেন না মহম্মদ ইউনূস! কবে নির্বাচন হবে বাংলাদেশে?
বিশ্বের কাছে বড় ধাক্কা খাবে পাকিস্তান: পাকিস্তানকে কোণঠাসা করতে এবার কার্যত আটঘাঁট বেঁধেই নেমেছে ভারত। একদিকে যেমন সংঘর্ষের সময়ে পাকিস্তানকে এক ইঞ্চি জমিও ছাড়েনি ভারত (India), ভারতীয় সেনাবাহিনীর বিক্রমে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। একের পর এক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দিতেই সংঘর্ষ বিরতিতে বাধ্য হয় পাকিস্তান। অন্যদিকে কূটনৈতিক ক্ষেত্রেও ইসলামাবাদকে লাগাতার চাপের মুখে ফেলছে নয়াদিল্লি।
আরো পড়ুন : কলকাতায় ফিরেই রাস্তার নামকরণের প্রতিশ্রুতি, জাপানে রাধাবিনোদ পালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন অভিষেক
বিশ্ব মঞ্চে পাকিস্তানের জারিজুরি ফাঁস করতে এবার বড় পদক্ষেপ নায়েছে ভারত সরকার। সম্পূর্ণ তৈরি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ৫৯ জন সাংসদ। থাকছেন দুজন বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্য। জানা গিয়েছে, গন্তব্য হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দেশগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ৫ টি স্থায়ী সদস্য দেশের পাশাপাশি বেছে নেওয়া হয়েছে আরো ১০ টি দেশকে। ভারতীয় সংসদীয় দলের কূটনৈতিক অভিযানে বড় ধাক্কা খাবে পাকিস্তান, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।