চাপে পড়তে চলেছে চীন, স্বাধীনতা দিবসের ঠিক আগেই এই অস্ত্রে শান দিচ্ছে ISRO

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (china) জারিজুরি শায়েস্তা করতে এবার কড়া মুডে ভারত (india)। মহাকাশে এক শক্তিশালী স্যাটেলাইট প্রেরণ করতে চলেছে আসন্ন ১২ ই আগস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, স্বাধীনতা দিবসের আগেই, এই বড় সাফল্য পেতে চলেছে ভারত। GISAT-১ স্যাটেলাইট পাঠানোর জন্য প্রহর গুনছে ইসরো (isro)।

এই স্যাটেলাইট মহাকাশে স্থাপন করার ফলে, কয়েকগুণ ক্ষমতা বেড়ে যাবে ভারতের। যার দরুণ, সীমান্ত এলাকায় চীনা লালা ফৌজ কিভাবে ভারতের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে, ভারতের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে- সবকিছুই জানতে পারবে ভারত।

indiansatelite resize md

ইসরোর হাত ধরে এই স্যাটেলাইটের মাধ্যমে ভারতের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই দিকেরই বিভিন সমস্যা সম্পর্কে দ্রুত জানতে পারবে ভারত। লাদাখ সীমান্তে চীনা উপদ্রবের পাশাপাশি, সমুদ্রের মাঝে বড় কোন দুর্ঘটনা, কিংবা জঙ্গলে দাবানল সৃষ্টি- সবকিছুই মুহূর্তের মধ্যে জানা সম্ভব হবে ভারতের পক্ষ।

এবিষয়ে ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ ই আগস্ট মহাকাশে স্থাপন করা হবে GISAT-১ স্যাটেলাইট। GSLV MK2 দ্বারা এই স্যাটেলাইট লঞ্চ করা হবে’। তবে ২০২০ সালেই GISAT-১ স্যাটেলাইট লঞ্চ করার প্রস্তুতি নিয়েছিল ভারত। কিন্তু সেইসময় ইসরোতে আসা একটি ফোন কলের জন্য বিষয়টি স্থগিত হয়ে যায়। তবে কে এবং কি কারণেই ইসরোতে ফোন করেছিল, তা জানা যায়নি।

প্রসঙ্গত, পূর্বেই ২০১৯ সালে মহাকাশে গাওফেন-৭ স্যাটেলাইট পাঠিয়েছিল চীন। যার সাহায্যে গোটা পৃথিবীর উপরই নজরদারী করতে সক্ষম চীন। বিভিন্ন দেশের বারণ থাকা সত্ত্বেও, এই স্যাটেলাইট মহাকাশে পাঠায় জিনপিং-র দেশ। তবে তাঁরা জানিয়েছিল, কোন দেশের উপর গোয়েন্দা গিরি করার জন্য নয়, শুধুমাত্র ম্যাপিং ও জমি সংক্রান্ত কাজে ব্যবহার করবে এই স্যাটেলাইট। তবে, ধারণা করা হয়, এই স্যাটেলাইটের সাহায্যেই সীমান্ত এলাকায় ভারতীয় সেনাদের উপর নজর রাখে ড্রাগনের সেনারা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর