বাংলা হান্ট ডেস্ক: এবার ইতিহাস গড়ল ভারত (India)! বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় আরও একটি স্থান ওপরে উঠে এসে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম গত শনিবার জানিয়েছেন যে, ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। উল্লেখ্য যে দশম নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের বৈঠকের সময়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য দেন। এদিকে, ওই বৈঠকে “বিকশিত ভারত ২০৪৭”-এর জন্য দেশের রাজ্যগুলিকে নিয়ে আলোচনা করা হয়েছিল।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের (India):
জানিয়ে রাখি, IMF তথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যের উদ্ধৃতি দিয়ে বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, “আমরা বর্তমানে চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের অর্থনীতির মূল্য ৪ ট্রিলিয়ন ডলার এবং এটি আমার তথ্য নয়, বরং IMF-এর তথ্য। ভারতের (India) অর্থনীতি আজ জাপানের চেয়েও বড়।”
ভারত ৩ নম্বরে যাওয়ার পথে: তিনি আরও বলেন যে, ভারত (India) শীঘ্রই জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। তাঁর মতে, “এখন কেবল আমেরিকা, চিন এবং জার্মানির আমাদের চেয়ে বড় অর্থনীতি রয়েছে। আমরা যদি আমাদের পরিকল্পনায় অটল থাকি, তাহলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।”
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংও একটি টুইটের মাধ্যমে এটি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ভারত এখন জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, বিকশিত ভারতের (India) দিকে এটি একটি বড় পদক্ষেপ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর লক্ষ্য “বিকশিত ভারত”, নীতি আয়োগের বৈঠকে রাজ্যগুলিকে দেওয়া হল “নতুন টাস্ক”
IMF-এর অনুমান: IMF-এর এপ্রিল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুসারে, ২০২৬ অর্থবর্ষে ভারতের (India) নমিন্যাল জিডিপি ৪,১৮৭.০১৭ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যা জাপানের ৪,১৮৬.৪৩১ বিলিয়ন ডলারের জিডিপির চেয়ে সামান্য বেশি। জানিয়ে রাখি যে, ২০২৪ সালের মধ্যে, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। IMF আরও পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২ বছরে ভারত দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হবে।
ভারতীয় (India) অর্থনীতি ২০২৫ সালে ৬.২ শতাংশ এবং ২০২৬ সালে ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। যা বিশ্বব্যাপী এবং আঞ্চলিক গড়ের চেয়ে বেশি। ওই সময়ের মধ্যে, বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধি ২০২৫ সালে ২.৮ শতাংশ এবং ২০২৬ সালে ৩.০ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানের সাথে উত্তেজনার আবহেই ইতিহাস গড়ল RBI, মোদী সরকারকে দেবে ২.৬৯ লক্ষ কোটির উপহার
জানিয়ে রাখি যে, IMF-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি রয়েছে আমেরিকার (৩০ লক্ষ কোটি ডলার)। তারপরেই এই তালিকায় রয়েছে চিন (১৯.২৩ লক্ষ কোটি ডলার)। এছাড়াও, তৃতীয় স্থানে রয়েছে জার্মানি (৪.৭৮ লক্ষ কোটি ডলার)।
নীতি আয়োগের সিইও-র বক্তব্য: নীতি আয়োগের সিইও জানিয়েছেন, ভারতীয় (India) অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেশের জনসংখ্যার শক্তি এই বৃদ্ধিতে সহায়তা করবে। ভারত বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে। যেমনটি আগে অনেক দেশ করেছে।” তিনি আরও বলেন, “আগামী ২০ থেকে ২৫ বছর ধরে ভারতের জনসংখ্যাগত সুবিধা থাকবে। যার কারণে আমরা দ্রুত বৃদ্ধি অর্জন করতে পারব। প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যকে তাদের নিজস্ব স্তরে একটি ভিশন ডকুমেন্ট তৈরি করার আহ্বান জানিয়েছেন। ভারতের বৃদ্ধিতে এটি ইতিমধ্যেই দৃশ্যমান।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: