আরও দৃঢ় হল ভারত-ইসরায়েলের বন্ধুত্ব, দুই দেশের মধ্যে স্বাক্ষর হল এক ঐতিহাসিক চুক্তি

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর ইসরায়েলের (Israel) সম্পর্ক এখন আরও মজবুত হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুই দেশে নিজেদের দেশের মানুষদের মধ্যে সম্পর্ক আর বাড়াতে সাংস্কৃতিক সমঝোতায় স্বাক্ষর করে। এই চুক্তিতে, তিন বছরের সহযোগ কার্যক্রমের রূপরেখা তৈরি করা হয়েছে, যেটা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন শিখরে নিয়ে যাবে। ভারতের বিদেশ মন্ত্রালয় ইসরায়েলের বিদেশ মন্ত্রী গবি আশকানজি আর ইজরায়েলে ভারতের রাজদূত সঞ্জীব স্রিংলা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

india israel

চুক্তিতে বলা হয়েছে যে, ‘দুই পক্ষ এই কোথায় সহমত হয়েছে যে, এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও উন্নতি করতে সাহায্য করবে বিশেষ করে যুবদের মধ্যে দুই দেশের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। দুই দেশ বন্ধুত্বকে আরও মজবুত করতে পারস্পরিক বোঝাপড়াও এই চুক্তি দ্বারা জোর দেওয়া হবে।”

গবি আশকানজি বলেন, ‘এই সাংস্কৃতিক সমঝোতা দুই দেশের মধ্যে হওয়া অনেক চুক্তির মধ্যে একটি। এরপর ভারতের রাজদূতের সাথে জল নিয়েও চুক্তি হবে। আমি এটা বলতে খুব উৎসাহিত জেম আমরা ভারতের প্রসিদ্ধ বলিউড উদ্যোগের সাথে পারস্পরিক সিনেমা নির্মাণের কাজও করছি।”

ভারতের রাজদূত সঞ্জীব স্রিংলা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বচহর আগে ২০১৭ এর জুলাই মাসে ঐতিহাসিক ইসরায়েলের যাত্রা করেছিলেন। সেখান থেকে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয় এবং দুই দেশের বন্ধুত্ব একটি নতুন শিখরে পৌঁছায়। আমাদের মধ্যে হওয়া এই সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেবে।”


Koushik Dutta

সম্পর্কিত খবর