চীনের উপর প্রহার ভারত সরকারের, তৈরি করা হল মাস্টারপ্ল্যান

বাংলাহান্ট ডেস্কঃ ভূমাফিয়া চীনকে (china) শায়েস্তা করার ফন্দি তৈরি করে ফেলেছে ভারত (india)। ঠিক কোন পথে চীনকে জব্দ করবে, সেই উপায় বাথলে ফেলেছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) FICCI-র বার্ষিক সম্মেলনে ভারতকে বিশ্বের মোবাইল ম্যানুফ্যাকচারিং হাব বানানোর পরিকল্পনার বিষয়ে ব্যক্ত করেছেন।

রবিশঙ্কর প্রসাদ বলেন, ভারত মোবাইল ম্যানুফ্যাকচারিং-এ চীনকে পেছনে ফেলার লক্ষ্য নির্ধারন করেছে। ভারত উৎপাদন পদ্ধতিতে উন্নতির মাধ্যমে বৈদেশিক কোম্পনিকে আকর্ষিত করার মাধ্যমে চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করে ফেলেছে।

Lav Mobile Plant PTI

অন্যদিকে সরকার, PLI যোজনার মাধ্যমে ভারতকে ইলেক্ট্রনিক সামগ্রী উৎপাদনের কেন্দ্র তৈরি করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ FICCI-র বার্ষিক সম্মেলনে বলেছেন, ‘আমরা আশাবাদী যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশ হিসাবে স্বীকৃতি পাবে। চীনের থেকে এগিয়ে যাওয়ার জন্য জোরকদমে প্রচেষ্টা চলছে। ২০১৭ সালেই ভারত ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশ হিসাবে তৈরি হয়ে গিয়েছিল’।

২০১৯ সালে ইলেক্ট্রনিক্স সামগ্রীর উপর রাষ্ট্রীয় নীতিতে আগামী ২০২৫ সালের মধ্যে ইলেক্ট্রনিক্স সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে ২৬ লক্ষ কোটি টাকার থেকে বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়েছে। এরমধ্যে ১৩ লক্ষ কোটি টাকা মোবাইলের যন্ত্রপাতি নির্মানের খাতে দেওয়ার বিষয়েও জানা গিয়েছে।

রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামনায় ভারতকে বৈকাল্পিক বিনির্মান কেন্দ্র হিসাবে স্থাপন করার লক্ষ্যেই PLI যোজনার প্রকাশ করা হয়েছে। এই PLI যোজনার লক্ষ্য- বিশ্বস্তরীয় কোম্পনিকে ভারতে নিয়ে আসা এবং ভারতের কোম্পনিকে বিশ্বস্তরে ছড়িয়ে দেওয়া। আগামী ৫ বছরে ১০.৫ লক্ষ কোটি টাকার মোবাইল ম্যানুফ্যাকচারিং-এর লক্ষ্যে এগোচ্ছে ভারত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর