বাংলা হান্ট ডেস্কঃ ভারত সরকার (Indian Government) আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu App) বানিয়েছে। এই অ্যাপ জানিয়ে দেবে যে, আপনার করোনা ভাইরাসের পরীক্ষণ করানো দরকার কি না? এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে আপনার আশেপাশে কোন করোনা সংক্রমিত রোগী আছে কি না? আর এই কারণেই সরকার এই অ্যাপকে সবার মোবাইলে ডাউনলোড করানোর জন্য জোর দিচ্ছে। ভারত এই অ্যাপ বানিয়ে দিগগজ টেক কোম্পানি গুলোকে পিছনে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞ এবং এজেন্সি গুলো এই অ্যাপকে করোনার ভাইরাসের সংক্রমণ রোখার জন্য উপযোগী মেনেছে। এছাড়াও বিশ্ব ব্যাংক (World Bank) এই অ্যাপের প্রশংসা করে বলেছে যে, এই অ্যাপ নতুন আশার আলো দেখাচ্ছে।
India leads the way in contact tracing for COVID-19: privacy-first by design, secure, robust and scalable to billion users. Glad to see Apple and Google joining hands to develop contact tracing on the lines of #AarogyaSetu @tim_cook @sundarpichai pic.twitter.com/JDoSl0A5Qa
— Amitabh Kant (@amitabhk87) April 11, 2020
আরোগ্য সেতু লঞ্চ হওয়ার কিছুদিন পর বিশ্ব টেকনোলজির বড় কোম্পানি অ্যাপেল (Apple) আর গুগল (Google) শনিবার জানিয়েছে যে, তাঁরা স্মার্টফোনের জন্য যৌথ ভাবে এমন একটি অ্যাপের নির্মাণ করছে যেটি যোগাযোগ ট্র্যাকিংয়ে সাহায্য করবে আর ব্যবহারকারীদের সূচিত করবে যে কোভিড-১৯ এ সংক্রমিত ব্যাক্তিদের সংস্পর্শে আপনি এসেছেন কি না।
নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত ট্যুইটারে অ্যাপেলের সিইও টিম কুক আর গুগলের সিইও সুন্দর পিচাইকে ট্যাগ করে লেখেন, ‘ভারত কোভিড-১৯ এর যোগাযোগ ট্র্যাকিংয়ে মার্গদর্শন করছে। এটিকে ব্যবহারকারীদের তথ্য গোপনীয় রাখার জন্য ডিজাইন করা হয়েছে। আমরা এটা জেনে খুব খুশি হচ্ছি যে, আরোগ্য সেতু অ্যাপের আদলে যোগাযোগ ট্র্যাকিংয়ের জন্য অ্যাপেল আর গুগল মিলে এরকমই একটি অ্যাপ বিকশিত করছে।”
আরোগ্য সেতুর অ্যাপের উদাহরণ দিয়ে বিশ্ব ব্যাংক রবিবার একটি রিপোর্ট জারি করে বলে, এই অ্যাপ বড় জনসংখ্যাকে প্রশিক্ষিত করতে এবং সংক্রমণকে ট্র্যাক করতে সাহায্য করবে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ আর্থিক কেন্দ্রিত রিপোর্টে জানিয়েছে যে, কোভিড-১৯ এর সংক্রমণের নজরদারি চালাতে ডিজিট্যাল টেকনোলোজির ব্যবহার করা হবে। এরকম একটি পদক্ষেপ পুর্ব এশিয়ায় মহামারীর বিরুদ্ধে যুদ্ধে সফলতা এনে দিয়েছে।”