শত্রুদের খেলা এবার শেষ! ভারতের দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ, ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রতিরক্ষা সেক্টরে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতের (India) তরফে। যেগুলি নিঃসন্দেহে চিন্তা বৃদ্ধি করছে শত্রুদেশের। সেই রেশ বজায় রেখেই ফের একটি বড় সাফল্য হাসিল করা গেল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মঙ্গলবার ভারত একটি গুরুত্বপূর্ণ সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

ভারতের (India) দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রথম পরীক্ষায় উত্তীর্ণ:

মূলত, ওই দিন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation, DRDO) ওড়িশার উপকূলে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল (LRLACM)-এর প্রথম উড়ানের পরীক্ষা করেছে। এই পরীক্ষাটি মোবাইল আর্টিকুলেটেড লঞ্চার দিয়ে করা হয়েছিল।

এদিকে, ওই পরীক্ষার সময়ে সমস্ত সাবসিস্টেম প্রত্যাশিতভাবে কাজ করেছে এবং তাদের প্রধান টার্গেটকে সঠিকভাবে পূরণ করেছে। জানিয়ে রাখি যে, ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা নিরীক্ষণের জন্য, ITR দ্বারা বিভিন্ন স্থানে রাডার থেকে শুরু করে ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম (EOTS) এবং টেলিমেট্রির মতো বেশ কয়েকটি রেঞ্জ সেন্সর স্থাপন করা হয়েছিল। যাতে ওই উড়ানের পথ সম্পূর্ণরূপে কভার করা যায়।

আরও পড়ুন: মাঠে ফিরেই জ্বলে উঠলেন শামি! সুযোগ পাবেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে? সামনে এল বড় আপডেট

অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং: জানিয়ে রাখি যে, প্রতিরক্ষা খাতে ভারত (India) দ্রুত উন্নতি করছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বের শক্তিশালী দেশগুলিও এখন ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করছে। সেই রেশ বজায় রেখেই এবার আরেকটি ঐতিহাসিক সাফল্য পেল ভারত। এমতাবস্থায়, দূরপাল্লার গ্রাউন্ড অ্যাটাক মিসাইলের এই পরীক্ষাকে বড় সাফল্য বলে অভিহিত করেছে DRDO।

আরও পড়ুন: ট্রাম্পের জয়ের পর আমেরিকার দিকে নজর আদানির! তৈরি ১০ বিলিয়ন ডলারের মেগা প্ল্যান, হবে ১৫ হাজার চাকরি

এদিকে, দেশের (India) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রথম উড়ানের সফল পরীক্ষায় DRDO থেকে শুরু করে, সশস্ত্র বাহিনী এবং এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি ভবিষ্যতে দেশীয় ক্রুজ মিসাইল উন্নয়ন কর্মসূচির পথ প্রশস্ত করবে। এদিকে, DRDO-র সচিব এবং DRDO-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাতও এই সফল উৎক্ষেপণের জন্য DRDO-র পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর