বৃষ্টির জন্য হাতছাড়া কামব্যাকের সুযোগ, কিউয়িদের কাছে ১-০ ফলে সিরিজ হারলো ধাওয়ানের ভারত

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম ভারত তৃতীয় ওডিআই ম্যাচটি। এই ম্যাচে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল ভারতীয় দল। শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে কোনওরকমে সম্মানজনক রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল তারা। কিন্তু ব্যাট করতে নেমে ১৮ ওভারে মাত্র ১ উইকেট খুইয়ে ১০৪ রান তুলে ফেলেছিল কিউয়িরা।

এই সময় বৃষ্টি নামে এবং বৃষ্টির জন্য আর বাকি খেলা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ডাকওয়াথ লুইসের আওতায় আসার জন্যও খেলা যথেষ্ট ওভার খেলা হয়নি। ফলে ম্যাচটি বাতিল হয় এবং এক শূন্য ফলে ওডিআই সিরিজটি পকেটে পুড়ে নেয় কেন উইলিয়ামসনরা।

আজ ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররা ব্যর্থ হয়েছিলেন। ৪ নম্বরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ পন্থ। মিডল অর্ডারেও সূর্যকুমার যাদব, দীপক হুডারা ব্যর্থ হয়েছিলেন। এমন অবস্থায় প্রথমে শ্রেয়স আইয়ার (৪৯) ও পরে ওয়াশিংটন সুন্দরের (৫১) ব্যাটে ভর করে লড়াইয়ে ফেরে ভারত। ৪৭.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২১৯ রান তুলেছিল তারা।

এরপর রান তাড়া করতে নেমে দুই কিউয়ি ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেন। ৫৪ বলে ৫৭ রান করে উমরান মালিকের তৃতীয় ওডিআই শিকার হন ফিন অ্যালেন। ১৮ ওভারে ১০৪ রান তুলে ফেলেছিলেন তারা। এই অবস্থায় বৃষ্টি নামে ও খেলা পণ্ড হয়ে যায়।

X