লর্ডসে ছন্দপতন, টোপলির দুর্দান্ত বোলিংয়ের দৌলতে ১০০ রানের ব্যবধানে হার রোহিতের ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে যতটা দুর্দান্ত জয়ে ছিল দ্বিতীয় ম্যাচে ততটাই বিশ্রীভাবে মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের করা ২৪৬ রানের টার্গেটের জবাবে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গেলো ভারত। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনলেন বাটলাররা। এর ফলে ১৭ তারিখ রবিবার তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি কার্যত ফাইনালে পরিণত হল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেদিন যারা ম্যাচ জিতবে সিরিজও তারাই পকেটে পুরবে।

<span;>আজও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লর্ডসের গ্যালারিতে উপস্থিত রায়না, ধোনি, সচিন, সৌরভের সামনে এদিন ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়লেন যুজবেন্দ্র চাহাল। গত ম্যাচে বুমরার দুর্দান্ত বোলিং এর কথা মাথায় রেখে লর্ডসে পিঠে ঘাস রাখা হয়নি বলতে গেলে। ফলস্বরূপ বুমরা বা শামির কেউই নিজেদের প্রথমদিকের ওভার গুলিতে উইকেট পাননি। কিন্তু মাঝের দিকের ওভার গুলিতে সেট হয়ে যাওয়া জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস এবং মঈন আলীর ক্রিকেট তুলে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ কে একার হাতে ভাঙ্গেন তারকা লেগস্পিনার। তার দুর্দান্ত বোলিং এর সৌজন্যে ৪৯ ওভার ব্যাট করে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

chahal team india

<span;>টপ অর্ডার ভালো শুরু করার পর ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন হার্দিক পান্ডিয়া। দলগত ৪১ রানের মাথায় জেসন রয়ের (২৩) উইকেট তুলে নেন তিনি। এরপর একে <span;>জনি বেয়ারস্টো (৩৮), জো রুট (১১), বেন স্টোকসের (২১) উইকেট তোলেন চাহাল। গত ম্যাচের মতো এই ম্যাচেও বাটলারকে (৪) ফেরান শামি। এরপর মূলত মঈন আলী (৪৭) ও ডেভিড উইলির (৪১) ৬২ রানের পার্টনারশিপে ভর করে ২৪৬ রান বোর্ডে তুলেছিল ইংল্যান্ড যা প্রথম ইনিংসের শেষে জয়ের জন্য যথেষ্ট বলে মনে হয়নি।

<span;>কিন্তু ভারত ব্যাট করতে নামার পর গত ম্যাচের ব্যাটিংয়ের নায়ক রোহিত শর্মাকে (০) এবং তার ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে (৯) রানে তুলে নেন রিসে টোপলি। ব্রাইডন কার্সের বলে কোনও রান না করেই ড্রেসিংরুমে ফেরেন পন্থ। দুর্দান্ত ছন্দে ব্যাটিং শুরু করা বিরাট কোহলি ১৬ রান করে নিজের পুরোনো রোগ অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ডেভিড উইলির শিকার হন। লোয়ার মিডল অর্ডারে সূর্যকুমার যাদব (২৭), হার্দিক পান্ডিয়া (২৯), রবীন্দ্র জাদেজা (২৯) এবং মহম্মদ শামি (২৩) চেষ্টা করলেও কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। দুর্দান্ত বোলিং করে ৯ ওভারে ২টি মেডেন সহ ২৪ রান দিয়ে ৬ টি উইকেট নেন <span;>রিসে টোপলি। মাত্র ৩৯ ওভারে ১৪৬-এ অলআউট হয়ে ১০০ রানে হারতে হয় ভারতকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর