ওভালে সেভিয়ার পুজারা-রোহিত, তৃতীয় দিন জয় করে চলকের আসনে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ অলি পোপ এবং ওকসের হাতে মারধর খাওয়ার পর গতকাল দিনের শেষ পর্বে ম্যাচে ফিরেছিল ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনটা, কারণ কার্যত এই তৃতীয় দিনই সবথেকে নির্ণায়ক হয়ে উঠবে ওভাল টেস্টে। ইংল্যান্ডকে চাপে ফেলার জন্য অন্তত ২৫০ রানের টার্গেট দেওয়া দরকার ভারতের। গতকাল অপরাজিত থাকার পর শুরুটা আজ ভালোই করেন কে এল রাহুল এবং রোহিত শর্মা। গতকাল ২২ রানে নট আউট ছিলেন রাহুল। আজ দরকার ছিল প্রথম ঘন্টায় আর কোন উইকেট না হারানো।

কার্যত সেই দায়িত্ব ভালোভাবেই পালন করছিলেন রাহুল রোহিত জুটি। যদিও ছটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলার পর হঠাৎই মনোযোগের অভাব ঘটে রাহুলের। আর এক মুহূর্তের এই বড় ভুলেরই ফায়দা তুলে নেন অ্যান্ডারসন। ৩৪ তম ওভারে অবশেষে ভেঙে পড়ে ৮৩ রানের পার্টনারশিপ। তবে হিটম্যানকে টলানো ছিল কার্যত অসম্ভব। গতকালের পাওয়া জীবনদানের ফায়দা তুলতে আজ বদ্ধপরিকর ছিলেন রোহিত।

অন্যদিকে আজ সমস্ত সমালোচনার জবাব দিতে তৈরি ছিলেন পূজারাও। একদিকে যেমন ক্রিস ওভারটন এবং মঈন আলিকে আক্রমণের জন্য বেছে নিয়েছিলেন তিনি, তেমনি সম্মান দিতে কোন ভুল করেননি অ্যান্ডারসনদের। আজ কার্যত শুরুর দিকে রোহিতের থেকেও দ্রুত রান তুলছিলেন পূজারাই। তবে শুরুতে ধৈর্যের পরীক্ষা দিলেও পরের দিকে অবশ্য নিজের রূপ ধারণ করেন হিটম্যান। ২৫৬ বলে ১৪ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো যে ১২৭ রানের ইনিংস উপহার দেন তিনি, তা ছিল সত্যিই দেখার মতো। কার্যত এগ্রেশান এবং ডিফেন্সের এক দুর্দান্ত সমন্বয় ছিল এই ইনিংস। কিন্তু নতুন বল আসতেই রবিনসনের হালকা থমকে যাওয়া বল পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। যার জেরে শেষ হয়ে যায় পুজারা রোহিতের ১৫৩ রানের পার্টনারশিপ। তবে ভারতকে আজ অনেকটাই চাপ মুক্ত করে দিয়েছিল এই জুটি।

IMG 20210904 193600

অন্যদিকে ততক্ষণে হাফসেঞ্চুরি পূর্ণ করে ৬১ রানে পৌঁছে গিয়েছিলেন পুজারাও। কিন্তু দুর্ভাগ্যবশত রোহিত ফেরার পর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তিনিও। একই ওভারে রবিনসনের হাতেই নিজের উইকেট তুলে দেন তিনি। ফলতো দায়িত্ব এসে পড়ে অধিনায়ক কোহলি এবং জাদেজার কাঁধে। প্রথম ইনিংসের ফর্ম আজ মোটামুটি ধরে রেখেছেন কোহলি। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়া অবধি আপাতত ৩ উইকেটের বিনিময়ে ভারত পৌঁছেছে ২৭০ রানে। আপাতত মেন ইন ব্লুর কাছে রয়েছে ১৭১ রানের লিড। একদিকে যেমন ২২ রানে নট আউট হয়েছেন অধিনায়ক কোহলি, অন্যদিকে ৯ রানে অপরাজিত। সবমিলিয়ে আজকের দিনটি যে ভারত নিজেদের নামে করে নিতে পেরেছে তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর