চীনের বিষ নজর অরুনাচলে, সুরক্ষা মজবুত করতে এক মাসেই ব্রিজ তৈরি করে চমক ভারতের

বাংলাহান্ট ডেস্কঃ অরুনাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের বিবাদ বহুদিনের। কিছুদিন আগেই ডোকালাম নিয়েও এই বিবাদমান দুই দেশের মধ্যে তৈরি হয়েছিল যুদ্ধের পরিস্থিতি। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার উত্তর-পূর্ব ভারতে সামরিক পরিকাঠামো আরও মজবুত করল ভারত। ধোলা-শদিয়া, বগিবিলের পর এবার অরুণাচল প্রদেশে চিন সীমান্তে একটি নতুন ব্রিজ তৈরি করেছে ভারত।

অরুণাচল প্রদেশে সুবনসিরি নদীর উপর এই দাপোরিজো ব্রিজ তৈরি হয়েছে। যুদ্ধ কালীন তৎপরতায় এক মাসেরও কম সময়ে এই সেতু তৈরি হয়েছে। এই এক মাসের মধ্যে ভারতজুড়ে ছিল লকডাউনও। লকডাউন সত্ত্বেও জরুরিভিত্তিতে বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মী ও অফিসাররা যেভাবে ব্রিজের কাজ এগিয়ে নিয়ে গেছেন তা প্রশংসার দাবি রাখে।

modi china 1200x900 1

মূলত উত্তর পূর্ব ভারতের দুর্গম সীমান্ত অঞ্চল গুলিতে আরো কম সময়ে সেনা ও রসদ পৌঁছে দেওয়ার জন্য এই ব্রিজগুলি নির্মান করেছে ভারত। এই ব্রিজের নীচে রয়েছে খরস্রোতা নদী, সেই বিপদকে উপেক্ষা করেই শতাধিক শ্রমিক এক মাসের চেষ্টায় এই ব্রিজটি তৈরি করেছেন। এই ব্রিজটিতে পাশাপাশি দুটি গাড়ি চলতে পারবে। তবে ট্যাঙ্ক যেতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। আগে বগিবিল সেতু, ধোলা শদিয়া সেতু, সিসেরি সেতু-সহ একাধিক সুবিশাল সেতু অসম ও অরুণাচলে নির্মাণ করেছে বিআরও।

উল্লেখ্য, বহুদিন ধরেই স্বাধীন ভারতের অন্যতম অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ নিজেদের অঞ্চল বলে দাবি জানিয়ে এসেছে চীন। সম্প্রতি তিব্বতে প্রচুর সেনা, বোমারু বিমান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে বেজিং। যার থেকে ধারনা করা হচ্ছে যে কোনো সময়ে ভারত আক্রমণ করতে পারে লালফৌজ। তাই ১৯৬২-র যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারত অরুণাচলে সামরিক পরিকাঠামো মজবুত করতে মহাবাহু ব্রহ্মপুত্রের উপর পরপর দু’টি ব্রিজ তৈরি করে ফেলেছে । ভারতের হাতে থাকা রুশ নির্মিত টি-৭০, টি-৯০ ভীষ্ম ও অর্জুন ট্যাঙ্ক দ্রুত সীমান্তে পৌঁছে দেবার জন্যই এই ব্যাবস্থা।


সম্পর্কিত খবর