বাংলা হান্ট ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচারে বিশ্ব রেকর্ড করলো ভারত। নির্বাচনী প্রচারে রেকর্ড হারে খরচ করে এবছর নতুন নজির গড়েছে ভারত (India)। যা খরচের (Expence) নিরিখে চাপিয়ে গিয়েছে খোদ আমেরিকাকেও (America)। গোটা বিশ্বের নিরিখে ভারতের ২৪-এর লোকসভার নির্বাচন-ই হয়ে উঠেছে বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন।
অংক কষলে দেখা যাবে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রত্যেক ভোট সংগ্রহ করতে খরচ হয়েছে ১৪০০ টাকা। এই অংকটা সামনে আসতেই ইতিমধ্যেই চোখ কপালে উঠেছে অনেকের। লোকসভা নির্বাচনে খরচের নিরিখে এবার ভারত পিছনে ফেলে দিয়েছে খোদ আমেরিকা কেও। হিসাব বলছে ২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল ১.২০ লক্ষ কোটি টাকা।
এবার সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে ভারত। বিজেপি থেকে শুরু করে সমাজবাদী পার্টি, তৃণমূল, সিপিএম কিংবা কংগ্রেস ভোট প্রচারের সব দলই এ বছর কোন দিক দিয়েই খামতি রাখেনি এক ফোঁটা। ভোটের ময়দানে এবছর কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ ছিল। তাই সবাই একেবারে খরচ করেছিল মন খুলে।
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল মোট ৫৫ থেকে ৬০ হাজার কোটি টাকা। যা একেবারে দ্বিগুণেরও বেশি।প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রার্থীদের ভোটের খরচে লাগাম টানা হলেও দলের ক্ষেত্রে না ছিল কোনও না ছিল কোনও ঊর্ধ্বসীমা। অন্যদিকে ‘সেন্টার ফর মিজিয়া স্টাডিজ’ -এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, স্বাধীনতার পর থেকে ভারতে প্রার্থী পিছু নির্বাচনী খরচ বেড়েছে প্রায় ৩০০ গুণ। সেই হিসাব অনুযায়ী ১৯৫১-৫২ সালে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারতেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা