বাংলাহান্ট ডেস্কঃ মারণরোগ করোনা ভাইরাসের (Corona Vairas) প্রকোপ থেকে ভারতীয়দের (Inida) রক্ষা করার জন্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ভারত সরকারের এই পদক্ষেপে বাইরের বিভিন্ন দেশ তাকে স্বাগত জানিয়েছে। করোনার প্রতিরোধের জন্য বিভিন্ন দেশ আবার ভারত থেকে সাহায্যও চাইছে। এই পরিস্থতিতে মালদ্বীপ (Maldives) ভারতের কাছ থেকে সাহায্য চাওয়ার সাথে সাথেই, ভারত তাঁদেরকে সাহায্য করবার সিদ্ধান্ত নেয়।
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য ডাক্তার এবং প্যারামেডিক্যাল সদস্যদের নিয়ে ১৪ জনের একটি দল মালদ্বীপে পাঠায়। মালদ্বীপের সরকার ভারতের কাছে চিকিৎসা বিষয়ক সহায়তা চেয়েছিল। তাই ভারত থেকে তাঁদেরকে পাঠানো হয়। এই ১৪ জনের টিম এখন কিছুদিন মালদ্বীপে থেকে সেখানকার মানুষজনের চিকিৎসা করবে।
এয়ারফোর্স এবং নৌবাহিনি থেকে এই টিম প্রস্তুত করে মালদ্বীপে পাঠানো হয়েছে। এরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মালদ্বীপের সহায়তা করবে। করোনা ভাইরাস যেভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেভাবেই প্রতিটি দেশ এই রোগের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু সমস্যা হচ্ছে এই রোগ প্রতিরোধের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় দ্রব্য না থাকার দরুন, এখন বাইরের দেশগুলো ভারত থেকে সাহায্য চাইছে। এমনকি ইজরায়েল (Israel), ইটালি (Italy), ভুটান (Bhutan) এবং ইরানও (Iran) এই ব্যাপারে ভারতের থেকে সাহায্য চেয়েছে।
এই মারণরোগের ফলে সমগ্র বিশ্বের সংযোগ ব্যবস্থা ভীষণ ভাবে প্রভাবিত হয়েছে। যার ফলে রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় দ্রব্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এখন বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভারতের কাছ থেকে সাহায্যপ্রার্থী হয়েছে। আর এই দেশগুলোকে সাহায্য করার জন্য ভারতও যথাযথ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালদ্বীপ সাহায্য চাওয়ার সাথে সাথেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁদের সাহায্য করতে শুরু করে দিয়েছে। তেমনই ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতের কাছে সাহায্য চাইলে, ভারতও তাঁদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। এর আগে ভারত চীনকেও (Chaina) এই বিষয়ে সাহায্য করেছিল।