বাংলা হান্ট নিউজ ডেস্ক: মনে করা হচ্ছিলো যে স্পিনারদের দাপট চলবে একচ্ছত্রভাবে। কিন্তু মহম্মদ শামি (Md. Shami) আজ বুঝিয়ে দিলেন যে যদি বোলিংটা ঠিকঠাক মতো করা হয় তাহলে স্পিনার হোক বা পেসার, পিচ যেমনই হোক না কেন, উইকেট পাওয়া সম্ভব। প্রত্যাশমতোই দিল্লির পিচে প্রথম দিন থেকেই ছিল ভালোরকম টার্ন। তার জন্য প্রস্তুত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররাও। কিন্তু তাদের হিসাবের বাইরে থেকে ভালো বোলিং করে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার হয়ে গেলেন শামি।
আজ দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে প্রথম ঝটকাটা দিয়েছিলেন তারকা পেসারই। ডেভিড ওয়ার্নার এবং ওসমান খাওয়া যা তখন ৫০ রানের একটি পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ক্রিজে সেট হয়ে গিয়েছেন দুজনেই। শামির বলে উইকেটের পেছনে খোঁচা দিয়ে ফিরে গেলেন ওয়ার্নার। এরপর অলরাউন্ডার ট্র্যাভিস হেড এবং দুই টেলএন্ডার ন্যাথান লিয়ন ও আজ অভিষেক ঘটানো ম্যাথু কুহেনামানকে বোল্ড করেছেন তারকা পেসার।
অস্ট্রেলিয়া আজ তিনশোর গণ্ডি অতিক্রম করতে পারেনি অবশ্য স্পিনারদের দাপটে। প্রথমদিকে অসাধারণ আক্রমণাত্মক ব্যাটিং করা উসমান খাওয়াজা (৮১) এবং পরে ঠান্ডা মাথায় ব্যাটিং করা পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলেছে অজিরা। কামিং সাউথ হওয়ার পর শেষ ৩ উইকেটে দলের স্কোরের সাথে আরও ৩৬ রান যোগ করেছেন তিনি টেলএন্ডারদের সাথে। শেষপর্যন্ত ১৪২ বলে ৯টি চার সহ ৭২ রানে অপরাজিত থাকেন তিনি।
জাদেজার দিনের শুরুটা ভালোভাবে হয়নি। তার বিরুদ্ধে আগ্রাসী ভঙ্গিতে রান তুলছিলেন অজি ব্যাটাররা। কিন্তু রাহুল একটি অসাধারণ ক্যাচ নিয়ে খাওয়াজাকে ফিরিয়ে তার টেস্ট কেরিয়ারের ২৫০ তম উইকেটটি তাকে উপহার দেন। এরপর ক্রিজে জমে যাওয়া অধিনায়ক প্যাট কামিন্স এবং টড মার্ফিকে ফিরিয়েছেন তারকা অলরাউন্ডার।
তবে আসল ধাক্কাটা অস্ট্রেলিয়াকে দিয়েছেন রবি অশ্বিন। অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার স্টিভ স্মিথকে শূন্য রানে ফিরিয়েছেন তিনি এবং সেই ওভারেই সেট হয়ে যাওয়া মার্নাস লাবুশানেকে আউট করেছিলেন তারকা অফস্পিনার। এরপর তার বলেই স্লিপে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরেছিলেন কোহলি।
দিনের শেষে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে নয় ওভার ব্যাটিং করে ২১ রান তুলেছে ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। প্রথম দিনের শেষ ভাগ থেকেই বল খুবই লো থাকছে। বেশ কয়েকবার রোহিত এবং রাহুলকে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়া এই টেস্টে ৩ নিয়মিত স্পিনার নিয়ে খেলছে। প্রয়োজনে পার্ট টাইম স্পিন বল করার মত অনেকে রয়েছে দলে। দ্বিতীয় দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের দিক দিয়ে।