ডিজেল, পেট্রোল সহ অনেক জিনিসই সস্তায়! ভারতকে বাম্পার অফার রাশিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার ওপর আমেরিকাসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে। রাশিয়ার তেল আমদানি যেমন নিষিদ্ধ করেছে আমেরিকা তেমনি অন্য দেশগুলি নিষেধাজ্ঞা জারি করায় মুশকিলে পড়েছে প্রেসিডেন্ট পুতিন। ফলে এই সময় ভারতের সঙ্গে যোগাযোগ করে চলেছে রাশিয়া। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল এবং অন্যান্য মূল্যবান জিনিস কেনার কথা ভাবছে।

এই ব্যবসা আদতে ভারত ও রাশিয়া দুই দেশের জন্যই যে মঙ্গলকর হবে সেই দিকেই মত বিশেষজ্ঞদের। সূত্রের খবর, ভারত তাদের চাহিদার 80 শতাংশ আমদানি করে অন্যান্য দেশ থেকে। এর মধ্যে রাশিয়া থেকে নেওয়া হয় মাত্র 2 থেকে 3 শতাংশ। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনুযায়ী, অপরিশোধিত তেলের বিশ্ব বাজারে প্রচুর দাম বেড়েছে। ফলে ভারত সরকার যদি রাশিয়ার কাছ থেকে তেল নেয় তবে অপরিশোধিত তেলের বর্ধিত মূল্যস্ফীতির প্রভাব আমাদের দেশের জনগণের ওপর পড়বে না। আর সেই জন্যই রাশিয়ার সাথে ব্যবসার ভাবনাচিন্তা শুরু করেছে ভারত সরকার।

ভারতের আধিকারিক বলেন, “রাশিয়া থেকে তেল ও অন্যান্য জিনিস অনেক সস্তায় দেওয়া হচ্ছে ফলে অন্যান্য দেশ এসবের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও আমাদের কিনতে কোন সমস্যা নেই তবে ট্যাংকার ইন্সুরেন্স সহ অনেক বিষয়ে আমাদের নজর দিতে হবে এবং এসব সমাধান হয়ে গেলে আমরা আমদানির পথে এগিয়ে যাব।”

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে, রাশিয়ার সাথে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় রাশিয়া ও ভারতের মধ্যে অপরিশোধিত তেল ও অন্যান্য জিনিসের আমদানি রপ্তানির সম্পর্ক দ্রুত গড়ে উঠবে।

Sayan Das

সম্পর্কিত খবর