প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ আগস্টে G-7 এ অংশ নেবেন। G-7 গোষ্ঠীতে বিশ্বের সাতটি এমন উন্নত দেশ আছে, যারা এই বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলি নেয়। যদিও ভারত G-7 ক্লাবের মেম্বার না, কিন্তু তাও প্রধানমন্ত্রী মোদীকে G-7 এর বৈঠকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। আপানদের জানিয়ে রাখি, G-7 এ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন আর আমেরিকার মতো উন্নত দেশ গুলো আছে। ১৯৭৭ সালে এই গোষ্ঠীতে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, এটা প্রথমে জি-৮ গোষ্ঠী ছিল এই গোষ্ঠীতে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন আর আমেরিকার সাথে সাথে রাশিয়াও যুক্ত ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন সংঘও বার্ষিক শিখর সন্মেলনে যুক্ত হত, কিন্তু যবে থেকে আমেরিকার ক্ষমতা বারাক ওবামার হাতে গেছিল, তখন থেকে এই গোষ্ঠী থেকে রাশিয়া বাদ চলে যায়। ক্রিমিয়াতে রাশিয়া কবজা করার পর ২০১৪ সালে রাশিয়াকে জি-৮ থেকে বের করে দেওয়া হয়। আর এরপর থেকে এটি জি-৭ নামে পরিচিতি পায়।
তিন দেশের বিদেশ সফরের প্রথমে ফ্রান্সে গেছিলেন প্রধানমন্ত্রী মোদী, আর সেখানে একটি সংযুক্ত প্রেস মিটিং করে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ বলে, আমরা জি-৭ নিয়ে কথা বলেছি। আমি চাই যে, ভারত এই সন্মেলনের অংশ হোক, কারণ ভারত ছাড়া আমরা অনেক ইস্যুতে এগিয়ে যেতে পারব না।
জি-৭ এর আয়োজক দেশ হিসেবে এবং ফ্রান্সের রাষ্ট্রপতি হওয়ার সৌজন্যে এমানুয়েল মাক্রোঁর কাছে এটা অধিকার আছে যে, এই গোষ্ঠীর বাইরে থাকা যেকোন দেশকে তিনি আমন্ত্রণ জানাতে পারেন। ভারতের কাছে জি-৭ এর আমন্ত্রণ আসা নিয়ে এটা স্পষ্ট যে, গোটা বিশ্বে ভারতের গুরুত্ব অনেকটাই বেড়েছে। আর বিশ্বের সব শক্তিধর দেশ গুলোই ভারতকে এখন সমিহ করে চলেছে।