কালবৈশাখীর তাণ্ডবে তছনছ দক্ষিণবঙ্গ! শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টিতে তোলপাড় বাংলা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : খাতায় কলমে এখন বসন্ত হলেও বাস্তবে চলছে কালবৈশাখীর তাণ্ডব। দোলের আগে রীতিমত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিস্কার হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া (Weather) দফতর। ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যে।

ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department) জানাচ্ছে, আগামী ৩ দিনই বাংলার উপর বজায় থাকবে ঝড়বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ (South Bengal) তো বৃষ্টিতে ভাসবেই, রেহাই পাবেনা উত্তরবঙ্গও। বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। ইতিমধ্যেই সতর্ক হতে বলা হয়েছে মৎস্যজীবীদের। ক্ষতিগ্রস্থ হতে পারে কাঁচাবাড়ি।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া : হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঝড় বৃষ্টির দাপট। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ব্যাপক হারে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি।

l89220230527085715

আজ উত্তরবঙ্গের আবহাওয়া : আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে পাহাড়ে। দিনভর মেঘলা আকাশ থাকার পর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার তাণ্ডবে জেরবার হবে মানুষ। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষজনের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন : ভোট প্রচার নাকি বক্সিং রিং? নিশীথ-উদয়নের হাতাহাতিতে মাথা ফাটল SDPO-র, অগ্নিগর্ভ দিনহাটা

কলকাতার আবহাওয়া : আজ বুধবার মূলত মেঘাচ্ছন্ন আকাশ। বিকেল দিকে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বইবে দমকা হাওয়া। আগামীকাল এবং পরশুও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

maxresdefault (20)

বৃষ্টির কারণ : আবহাওয়া বিশারদদের কথা অনুযায়ী, পাহাড়ী রাজ্যে এখন তাণ্ডব চালাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে উত্তরপ্রদেশের উপর ঘুরপাক খাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের কারণেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২০ মার্চের মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেও ২৩ মার্চ ফের এক পশ্চিমী ঝঞ্ঝা দরজায় কড়া নাড়ছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর