বছর শুরুতেই ফের ভিজবে বাংলা? বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৫ জেলায়, ভয়ঙ্কর রিপোর্ট IMD-র

বাংলা হান্ট ডেস্ক : জমকালো শীত নয় বরং বছর শুরু হল উষ্ণ ভাবেই। পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আটকে উত্তুরে হাওয়া। যে কারণে ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রা গায়েব। তবে গোদের ওপর বিষফোঁড়া হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, নতুন বছরের শুরুতেই রাজ্যে পদার্পণ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে ফের একবার ভিজতে পারে বাংলার (West Bengal) মাটি।

এইদিন মৌসম ভবনের (India Meteorological Department) সর্বশেষ বুলেটিন জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ (Bangladesh) সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর। যার জেরে ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে বাংলায়। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরেই ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত! দক্ষিণবঙ্গে বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পাহাড়ি এলাকায়।

দক্ষিণবঙ্গে শীতের স্পেল সেভাবে অনুভূত না হলেও দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গেই ভালো রকম ঠাণ্ডা রয়েছে। সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়নগরীতেও। হাওয়া অফিসের খবর, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেই ফের একবার বৃষ্টিপাতে ভিজবে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের জেলাগুলি। অন্তত জানুয়ারির প্রথম সপ্তাহটা তো এমনই কাটবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : এমনিই দক্ষিণবঙ্গে এবছর চেনা শীত গায়েব। বাঁকুড়া, পুরুলিয়ার মত পশ্চিমের জেলাগুলিতে খানিক শীত থাকলেও বাকি জেলায় কার্যত উষ্ণতার অনুভূতি। আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। যাতে বাধা পাচ্ছে উত্তুরে হিমেল হাওয়া। যার জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েই চলেছে। হাওয়া অফিস বলছে, আগামী ৪ জানুয়ারি অবধি এমনই থাকবে আবহাওয়া। তবে তারপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়।

কলকাতার আবহাওয়া : একই ছবি কলকাতাতেও। বছর শুরুতে শীত গায়েব মহানগরী থেকেও। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী চার পাঁচদিন কলকাতার আবহাওয়াতেও বিশেষ পরিবর্তন আসবেনা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ২৫ ডিগ্রিতে। সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে লেপটে থাকবে কুয়াশার চাদর।

নতুন বছরে শীত ফিরবে ? হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন জানাচ্ছে, পুবালি হাওয়ার দাপট যতদিন থাকতে ততদিন শীত ফেরার সম্ভাবনা নেই‌। তবে বুধবারের পর থেকে আবহাওয়ায় খানিক বদল দেখা যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ফের একবার ১০-১২ নিচে নামবে পারদ মাত্রা। ফের একবার আগুনের ধারে বসে শরীর চাগিয়ে নেওয়ার সুযোগ পেলেও পেতে পারে দক্ষিণবঙ্গের মানুষজন।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর