দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, টানা ৭২ ঘন্টা তাণ্ডব চলবে এই ৯ জেলায়, ভয়ঙ্কর রিপোর্ট IMD-র

বাংলা হান্ট ডেস্ক : মাঘে শীত বৃষ্টির জোড়া আক্রমণ। জানুয়ারির শীতে যেখানে সবার জবুথবু অবস্থা সেখানে ফের একবার বৃষ্টির খবর শোনালো আবহাওয়া দফতর (Weather Update)। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (India Meteorological Department)। কারণ বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া।

চলতি সপ্তাহের শুরু থেকেই ঠান্ডার আমেজ খানিক কম। গতকাল বাংলার বেশকিছু জেলায় বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিসের খবর, সেই ধারা বজায় থাকবে বুধবারও। জানা গেছে, মঙ্গলবারই বঙ্গোপসাগরে তৈরি হবে একটি উচ্চচাপ বলয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অর্থাৎ বাংলায় উত্তর পশ্চিমের হওয়ার বদলে পুবালি হাওয়ার দাপট বাড়বে। সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা থাকবে আকাশ।

মৌসম ভবন সূত্রে খবর, আজ থেকেই বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। ভারী বা মুষলধারে বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। ওদিকে উত্তর দিনাজপুরে রয়েছে শৈত্য প্রবাহের সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। এর বেশ ভালো রকম প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও।

আরও পড়ুন : ছত্তীসগঢ়ে CRPF বাহিনীর উপর বড়সড় হামলা, মাওবাদীদের গুলিতে নিহত ৩, গুরুতর জখম ১৪ জওয়ান

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal): গতকাল থেকেই বৃষ্টি তার খেল দেখাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ থেকে বাড়তে পারে বৃষ্টির তেজ। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়াতেও। আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ভিজবে দক্ষিণবঙ্গের মানুষজন। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের ‘চিকেন্স নেক’-এর কাছে চলল ‘ডেভিল স্ট্রাইক’, চিনের নাকের ডগায় মহড়া ১০০০ ভারতীয় বায়ুসেনার

কলকাতার আবহাওয়া (Kolkata) : কলকাতাতেও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে কুয়াশা এবং বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকবে তাপমাত্রাও। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তিলোত্তমা নগরীতে। এবং স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর