উত্তরবঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা, কী অবস্থা দক্ষিণবঙ্গের? হাওয়া বদল নিয়ে বড় আপডেট দিল IMD

বাংলা হান্ট ডেস্ক : ডিসেম্বরের মিঠে রোদে কমলালেবু, পিঠে পুলি খাওয়ার সময়ে অস্বস্তিকর বৃষ্টি নেমেছে বাংলা জুড়ে। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। তবে কার্যত গত মঙ্গলবার থেকেই শীতের কাঁটা হয়ে রয়েছে ঘূর্নিঝড় মিগজাউম। নাছোড় বৃষ্টির জ্বালায় তিতিবিরক্ত রাজ্যের একাধিক জেলা। মিগজাউমের  (Cyclone Michaung) সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও শীত (Winter) এখনও মাঝপথেই আটকে আছে।

হাওয়া অফিস (Weather) জানাচ্ছে চলতি বছরে শীতের তিন মাসে ঠান্ডা খুবই হালকা থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal)! তবে ভালো খবর এটাই যে, আগামী পাঁচদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া সুষ্ঠু থাকবে বলেই খবর। গত কাল পর্যন্ত আকাশ সামান্য মেঘলা থাকলেও আজ থেকে সেই মেঘলা ভাবও কেটে যাবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department)।

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে খানিক বৃষ্টি হতে পারে। এছাড়া আর বাকি কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস মেলেনি। তবে পার্বত্য এলাকায় পাহাড়ের পরতে পরতে বরফ জমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যদি কেউ উত্তরবঙ্গের বরফ দেখতে চান তাহলে এটা হবে বলে আদর্শ সময়। লেপ সোয়েটার গুটিয়ে বেরিয়ে পড়তে পারেন উত্তরের উদ্দেশ্যে।

আরও পড়ুন : শাসকদলের সাংসদের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়! গুনতে গিয়ে খারাপ হয়ে গেল মেশিন

কলকাতার কথা বললে, শনিবার সকালটা কুয়াশা বা ধোঁয়াশা ঘিরে রাখবে তিলোত্তমা নগরীকে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১৮ ডিগ্রির আশেপাশে। হাওড়া অফিসের পূর্বাভাস, আগামী ১১, ১২, ১৩ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা একটু বেশি নামবে।

96676143

তবে কুয়াশার দাপট থাকবে গোটা বঙ্গেই। মৌসম ভবন জানাচ্ছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়বে। তাই গাড়ি চালকদের জন্য সাবধানবাণী, সকাল এবং রাতের সময় গাড়ি নিয়ে রাস্তায় বার হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর