বাংলা হান্ট নিউজ ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সমস্ত ফরম্যাটে একের পর এক বড় জয় নথিভুক্ত করছে। ভারত প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে ২২২ রান ও এক ইনিংসে হারিয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ১২ই মার্চ বেঙ্গালুরুতে। এই ম্যাচে জিতে আরও একটা সিরিজ দখল করতে চায় ভারতীয় দল। এর জন্য রোহিত শর্মা কোনো ঝুঁকি নিতে চান না। এমন পরিস্থিতিতে তিনি কিছু খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে পারেন।
প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু ব্যাট হাতে সফল হননি তিনি। এমন পরিস্থিতিতে তার জায়গায় ২২ বছর বয়সী শুভমান গিলকে একটি সুযোগ দিয়ে দেখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে হনুমা বিহারির দুর্দান্ত পারফরম্যান্সের পর তার জায়গা নিশ্চিত বলেই মনে হচ্ছে। প্রথম ম্যাচে তিনি করেন দুর্দান্ত অর্ধশতরান। চার নম্বরে নামা নিশ্চিত বিরাট কোহলির। ভারতীয় ভক্তরা তার কাছ থেকে বড় রান আশা করবেন
পাঁচ নম্বরে শ্রেয়াস আইয়ারকে আরেকটি সুযোগ দেওয়া যেতে পারে। প্রথম ম্যাচে আইয়ার ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও সদ্য অনুষ্ঠিত ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজগুলিতে ভালো ফর্মে ছিলেন তিনি। তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্থের জায়গা ঠিক হয়েছে পাঁচ নম্বরে। প্রথম ম্যাচে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তিনি বর্তমানে ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে আউটের পথ দেখাতে পারেন জয়ন্ত যাদব। গত ম্যাচে ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। প্রথম টেস্টের দুই ইনিংসেই কোনো উইকেট পাননি তিনি। তার জায়গায় অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়া একপ্রকার নিশ্চিত।