বাংলা হান্ট ডেস্ক : বিশাল এক দেশ আমাদের এই ভারতবর্ষ। হিমালয় থেকে কন্যাকুমারী এই ভারতের মাটিতে ছড়িয়ে রয়েছে রেলপথ, যার যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। তবে আজকের মডার্ন রেলওয়ের সূচনা হয় ভারতের স্বাধীনতার পর। ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন বহু অসামান্য রেল স্টেশন, যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস।
সেরকমভাবেই আজ আমরা এমন দুই স্টেশনের ব্যাপারে জানাতে চলেছি যেখানে দুই স্টেশনের মধ্যে ট্রেন যেতে সময় লাগে মাত্র ১ সেকেন্ড! অবাক লাগছে? নিশ্চয়ই ভাবছেন দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? প্রথমেই জানিয়ে রাখি এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি আলাদা আলাদা শহরে স্টেশন থাকে। তবে, হল্ট স্টেশনগুলোর দূরত্ব কিছুটা কম হলেও তাও ২-৩ কিমি দূরত্ব তো হয়ই। এই স্টেশনদুটি ব্যতিক্রম।
কিন্তু, প্রশ্ন হল কোথায় আছে এই স্টেশনদুটি ? খোদ কলকাতাতেই। স্টেশন দুটি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন। অতিসামান্য দূরত্ব এই স্টেশনদুটির। এমনকি টালিগঞ্জের ২ নাম্বার প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! যেটা কিনা লোকাল ট্রেনের ৪ টে বগির সমান।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা দরকার, দেশের আরো অনেক জায়গাতেই এরকম কম দূরত্বে স্টেশন আছে। তবে, এত কম দূরত্বে অবস্থিত দুটি স্টেশন রয়েছে শুধুমাত্র কলকাতাতেই। আপনি শুনলে আরোও অবাক হবেন যে, ১২ কোচের বড় ট্রেন দাঁড়িয়ে গেলে এই দুই স্টেশন থেকেই যাত্রী উঠতে পারেন সেখানে।