অপেক্ষার অবসান! বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হল ভারতীয় দল, কেমন হবে প্লেয়িং ইলেভেন?

বাংলা হান্ট ডেস্ক: ভারত-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলা ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল (India National Cricket Team) ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই BCCI-এর তরফে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে খেলা এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দল নির্বাচন করা হয়েছে। এদিকে, দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য দলের ঘোষণা দলীপ ট্রফির পরবর্তী ম্যাচের পরে ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি, প্রথম টেস্ট ম্যাচটি সম্পন্ন হবে চেন্নাইতে।

প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হল ভারতীয় দল (India National Cricket Team):

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন বেছে নেওয়া একটু কঠিন। মূলত, মিডল অর্ডার ব্যাটার এবং স্পিনারদের বেছে নেওয়াই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ এবং অধিনায়কের জন্য কিছুটা মাথাব্যথার কারণ হতে চলেছে। অর্থাৎ, ১৬ সদস্যের দল (India National Cricket Team) থেকে ১১ জন খেলোয়াড়কে বাছাই করে নেওয়াটা একটি কঠিন কাজ হতে চলেছে। তবে, এটা প্রায় নিশ্চিত যে উইকেটরক্ষক ধ্রুব জুরেল, ফাস্ট বোলার আকাশ দীপ এবং যশ দয়াল প্লেয়িং ইলেভেনের বাইরে থাকবেন।

এদিকে, সরফরাজ খান এবং কুলদীপ যাদবকে নিয়ে জোরদার চিন্তা-ভাবনা চলছে। প্লেয়িং ইলেভেনে (India National Cricket Team) যদি কেএল রাহুল থাকেন সেক্ষেত্রে সরফরাজ খানকে বাইরে থাকতে হবে। আর সরফরাজ খেললে রাহুল প্লেয়িং ইলেভেনে থাকতে পারবেন না। কুলদীপ যাদবের ক্ষেত্রেও তাই হবে। কুলদীপকে সুযোগ দেওয়া হলে অক্ষর প্যাটেল সুযোগ পাবেন না। এদিকে, অক্ষর ও জাদেজা একসঙ্গে খেললে কুলদীপকে বসতে হবে।

এছাড়াও অন্যান্য স্লট প্রায় সেট করা আছে। আমরা যদি ব্যাটিং অর্ডার অনুযায়ী দলের দিকে তাকাই সেক্ষেত্রে দলের (India National Cricket Team) ক্রম রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ এমনটা হতে পারে।

আরও পড়ুন: আম্বানি নয়, বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে চলেছেন গৌতম আদানি, প্রথম স্থানে কে?

প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

আরও পড়ুন: পাকিস্তানে আচমকাই “জরুরি অবস্থা”-র ঘোষণা শরীফের! কারণ জানলে হয়ে যাবেন “থ”

প্রথম টেস্ট ম্যাচের জন্য সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল/কুলদীপ যাদব, আর অশ্বিন, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর