বজায় থাকল বিরাট-রোহিতের দাপট! কেন্দ্রীয় চুক্তির ঘোষণা BCCI-র, প্রথমবার স্থান পেলেন ৭ খেলোয়াড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়দের জন্য নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট তথা কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছে BCCI। এই নতুন চুক্তিতে ৭ জন নতুন খেলোয়াড় স্থান পেয়েছেন। অর্থাৎ, ওই ৭ জন খেলোয়াড় প্রথমবারের মতো BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট-এর আওতায় এসেছেন। জানিয়ে রাখি যে, এই চুক্তির আওতায় খেলোয়াড়রা বছরে ১ কোটি থেকে ৭ কোটি টাকা পান।

টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়দের জন্য নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট:

উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়রা কত কোটি টাকা পাবেন তা তাঁদের গ্রেডের ওপর নির্ভর করে। সর্বোচ্চ গ্রেড হল A+। এই গ্রেডে থাকা খেলোয়াড়রা পাবেন ৭ কোটি টাকা। যেখানে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ C গ্রেডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা বার্ষিক ১ কোটি টাকা পান। জানিয়ে রাখি যে, গ্রেড A+ তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার।

৭ জন নতুন খেলোয়াড় স্থান পেয়েছেন: BCCI-এর নতুন এই চুক্তিতে প্রথমবার স্থান পেয়েছেন ৭ জন খেলোয়াড়। সেই ৭ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। BCCI এই ৭ জন খেলোয়াড়কে C গ্রেডে স্থান দিয়েছে। এর অর্থ হল ওই খেলোয়াড়রা প্রতি বছর ১ কোটি টাকা করে পাবে।

আরও পড়ুন: নিজের রেকর্ড ভাঙাই হবে লক্ষ্য! এবার এই টুর্নামেন্টে দাপট দেখাতে প্রস্তুত “গোল্ডেন বয়” নীরজ

উল্লেখ্য যে, BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট-এ অন্তর্ভুক্ত হওয়ার জন্য, খেলোয়াড়দের কমপক্ষে ৩ টি টেস্ট, ৮টি ODI অথবা ১০ টি T20 ম্যাচ খেলতে হয়। প্রথমবারের মতো গ্রেড C-তে নির্বাচিত ৭ জন খেলোয়াড়েরই ভালো অভিজ্ঞতা আছে। অশ্বিনের অবসরের কারণে নতুন চুক্তিতে বরুণ চক্রবর্তীর প্রবেশ ঘটেছে। বরুণের ১৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ৪ টি ODI এবং ১২ টি T20 ম্যাচ সামিল রয়েছে।

আরও পড়ুন: ২ বছরেই ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি নেতা জগন্নাথের পরিবার! কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ দলের কর্মীর

এদিকে, ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে ODI খেলেননি, তিনি মাত্র ৪ টি T20 ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি তাঁর ৪ টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সরফরাজ খানেরও ODI এবং T20-র অভিজ্ঞতা নেই। তবে তিনি ৬ টি টেস্ট ম্যাচ খেলেছেন। অভিষেক শর্মার ODI এবং টেস্টের অভিজ্ঞতা নেই, তবে তিনি ১৭ টি T20 ম্যাচ খেলেছেন। এদিকে, আকাশ দীপের ৭ টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। তিনি ODI এবং T20 ম্যাচ খেলেননি।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X