বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়দের জন্য নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট তথা কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছে BCCI। এই নতুন চুক্তিতে ৭ জন নতুন খেলোয়াড় স্থান পেয়েছেন। অর্থাৎ, ওই ৭ জন খেলোয়াড় প্রথমবারের মতো BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট-এর আওতায় এসেছেন। জানিয়ে রাখি যে, এই চুক্তির আওতায় খেলোয়াড়রা বছরে ১ কোটি থেকে ৭ কোটি টাকা পান।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়দের জন্য নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট:
উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়রা কত কোটি টাকা পাবেন তা তাঁদের গ্রেডের ওপর নির্ভর করে। সর্বোচ্চ গ্রেড হল A+। এই গ্রেডে থাকা খেলোয়াড়রা পাবেন ৭ কোটি টাকা। যেখানে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ C গ্রেডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা বার্ষিক ১ কোটি টাকা পান। জানিয়ে রাখি যে, গ্রেড A+ তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার।
BCCI announces annual player retainership 2024-25 – Team India (Senior Men)#TeamIndia
Details https://t.co/lMjl2Ici3P pic.twitter.com/CsJHaLSeho
— BCCI (@BCCI) April 21, 2025
৭ জন নতুন খেলোয়াড় স্থান পেয়েছেন: BCCI-এর নতুন এই চুক্তিতে প্রথমবার স্থান পেয়েছেন ৭ জন খেলোয়াড়। সেই ৭ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। BCCI এই ৭ জন খেলোয়াড়কে C গ্রেডে স্থান দিয়েছে। এর অর্থ হল ওই খেলোয়াড়রা প্রতি বছর ১ কোটি টাকা করে পাবে।
আরও পড়ুন: নিজের রেকর্ড ভাঙাই হবে লক্ষ্য! এবার এই টুর্নামেন্টে দাপট দেখাতে প্রস্তুত “গোল্ডেন বয়” নীরজ
উল্লেখ্য যে, BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট-এ অন্তর্ভুক্ত হওয়ার জন্য, খেলোয়াড়দের কমপক্ষে ৩ টি টেস্ট, ৮টি ODI অথবা ১০ টি T20 ম্যাচ খেলতে হয়। প্রথমবারের মতো গ্রেড C-তে নির্বাচিত ৭ জন খেলোয়াড়েরই ভালো অভিজ্ঞতা আছে। অশ্বিনের অবসরের কারণে নতুন চুক্তিতে বরুণ চক্রবর্তীর প্রবেশ ঘটেছে। বরুণের ১৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ৪ টি ODI এবং ১২ টি T20 ম্যাচ সামিল রয়েছে।
আরও পড়ুন: ২ বছরেই ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি নেতা জগন্নাথের পরিবার! কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ দলের কর্মীর
এদিকে, ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে ODI খেলেননি, তিনি মাত্র ৪ টি T20 ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি তাঁর ৪ টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সরফরাজ খানেরও ODI এবং T20-র অভিজ্ঞতা নেই। তবে তিনি ৬ টি টেস্ট ম্যাচ খেলেছেন। অভিষেক শর্মার ODI এবং টেস্টের অভিজ্ঞতা নেই, তবে তিনি ১৭ টি T20 ম্যাচ খেলেছেন। এদিকে, আকাশ দীপের ৭ টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। তিনি ODI এবং T20 ম্যাচ খেলেননি।