এক মাস আগেই দিয়েছিলেন ইস্তফা! ইংল্যান্ড সফরের আগে টিম ইন্ডিয়ায় পুরনো কোচকেই ফেরাল BCCI

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২০ জুন থেকে ভারত (India National Cricket Team) ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ সম্পন্ন হবে। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে, BCCI একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইংল্যান্ড সফরের জন্য বোর্ড টিম ইন্ডিয়ায় একজন পুরনো কোচকে ফিরিয়ে এনেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র এক মাস আগে, BCCI সাপোর্ট স্টাফদের মধ্যে পরিবর্তন এনেছিল। ওই সময়ে, সহকারী কোচ অভিষেক নায়ারের পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। কিন্তু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন টি দিলীপকে ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। তাঁর সাথে এক বছরের চুক্তি হয়েছে বলেও জানা গিয়েছে।

টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) ফের টি দিলীপের প্রত্যাবর্তন:

টি দিলীপকে আবার কেন নির্বাচিত করা হল: ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, BCCI একজন বিদেশি ফিল্ডিং কোচের সন্ধানে ছিল। কিন্তু, এই পদের জন্য উপযুক্ত কোনও প্রার্থী খুঁজে পায়নি। এরপর বোর্ড এই সিদ্ধান্ত নেয়। একটি সূত্র জানিয়েছে, “আমরা দিলীপকে এক বছরের জন্য পুনরায় নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি এবং তিনি ভারতীয় দলের (India National Cricket Team) সাথে ইংল্যান্ড সফর করবেন। তাঁর চুক্তি এক বছরের জন্য।”

India National Cricket Team BCCI New update.

এদিকে, টি দিলীপকে আবার এই দায়িত্ব দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল, তিনি দীর্ঘদিন ধরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সাথে যুক্ত। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি, তিনি শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মতো বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সাথেও কাজ করেছেন। অতএব, তাঁর এবং ভারতীয় দলের (India National Cricket Team) বর্তমান খেলোয়াড়দের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকেই একে অপরের কাজ ভালোভাবে বোঝেন।

আরও পড়ুন: ফের বড় অ্যাকশনের পথে ভারত? “অপারেশন সিঁদুর”-এর পর বৃহস্পতিবার আবারও মক ড্রিল

শুধু তাই নয়, টি দিলীপ টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) স্লিপ ক্যাচিং থেকে শুরু করে শর্ট-লেগের মতো জায়গায় ক্লোজ-ইন ক্যাচিং উন্নত করতে অনেক সাহায্য করেছেন। তিনি এই পজিশনের জন্য বিশেষ খেলোয়াড় তৈরি করতেন। এগুলির জন্য ভালো ফিল্ডার পাওয়া যেত না। অনেক খেলোয়াড় তাঁর প্রশিক্ষণের প্রশংসা করেছেন। ইংল্যান্ডে এই ফিল্ডিং পজিশনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রচুর স্লিপ ক্যাচের সুযোগ ঘটে, কিন্তু বাতাসের কারণে সেগুলি ধরা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: বিদেশের মাটিতে বাঙালি স্থপতির দাপট! মার্কিন মুলুকে সফলতার শিখরে উত্তর কলকাতার সৃঞ্জয়

দ্রাবিড়ের সাপোর্ট স্টাফের অংশ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২১ সালের শেষের দিকে T20 বিশ্বকাপের সময় রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফের অংশ হিসেবে টি দিলীপ দলে যোগ দেন। ২০২৪ সালের T20 বিশ্বকাপের পর কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়। এরপরে, টি দিলীপের চুক্তি ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়। তারপর তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। কিন্তু, BCCI এখনও তার বিকল্প খুঁজে পায়নি। তাই, এখন তাঁকে আবার এই দায়িত্ব দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ভারতীয় দল (India National Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে ফিল্ডিং কোচ টি দিলীপ, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, বোলিং কোচ মর্নে মরকেল এবং সহকারী কোচ রায়ান টেন দশখাতেকে নিয়ে ইংল্যান্ডে সফর করবে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X