চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও মিলল না রেহাই? টিম ইন্ডিয়া থেকে কাদের সরাতে চলেছে BCCI?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team) অল্প সময়ের ব্যবধানে ২ টি ICC টুর্নামেন্ট জিতেছে। আর এই দুর্দান্ত জয়গুলির ক্ষেত্রে খেলোয়াড়দের পাশাপাশি দলের সাপোর্ট স্টাফরাও বিশেষ ভূমিকা পালন করেছেন। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI শীঘ্রই টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সংখ্যা কমাতে পারে।

টিম ইন্ডিয়া (India National Cricket Team) থেকে কাদের সরাতে চলেছে BCCI?

ইতিমধ্যেই এক রিপোর্টে বলা হয়েছে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সাপোর্ট স্টাফ কমানো হতে পারে। মূলত, বিগত ৪ বছর ধরে দলের সঙ্গে যুক্ত থাকা ফিল্ডিং কোচ টি. দিলীপ পদ হারাতে পারেন। তবে, গম্ভীর, মরনে মরকেল, রায়ান টেন দশখাতে এবং অভিষেক নায়ারের মতো নতুন সদস্যদের চুক্তি অক্ষত থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, এটাও জানা গিয়েছে যে, BCCI কিছু নতুন সদস্য অন্তর্ভুক্ত করার পাশাপাশি সাপোর্ট স্টাফ কমানোর পরিকল্পনা করছে।

India National Cricket Team BCCI Recent update.

সেন্ট্রাল কন্ট্রাক্ট কবে ঘোষণা হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী ৩০ মার্চ BCCI টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সেন্ট্রাল কন্ট্রাক্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। রিপোর্ট অনুসারে, BCCI সচিব দেবজিৎ সাইকিয়া IPL ২০২৫-এর CSK বনাম RR ম্যাচের সময় প্রধান নির্বাচক অজিত আগরকার এবং টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের সাথে এই বিষয়ে আলোচনা করবেন৷ সাধারণত IPL-এর আগে সেন্ট্রাল কন্ট্রাক্টের ঘোষণা করা হলেও এবার তা পিছিয়ে গেছে। পূর্বে রিপোর্টে দাবি করা হয়েছিল যে, BCCI চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরেই এই বিষয় সিদ্ধান্ত নিতে পারে। এমতাবস্থায়, খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! চলতি বছরেই ভারতে আসছেন মেসি, কোথায় খেলবেন ম্যাচ? মিলল আপডেট

সেন্ট্রাল কন্ট্রাক্ট চূড়ান্ত হবে: দৈনিক জাগরণ-এর প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করতে আগামী রবিবার গম্ভীর ও আগরকারের সঙ্গে দেখা করবেন BCCI সচিব। এদিকে, এই সংক্রান্ত ঘোষণার ক্ষেত্রে বিলম্বের অন্যতম কারণ হল ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ফ্রান্সে গেছেন।

আরও পড়ুন: ঘুরে যাচ্ছে খেলা? এবার চিনের বিরুদ্ধে একজোট ভারত-বাংলাদেশ, চাপ বাড়ল বেজিংয়ের

তবে, রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে BCCI-এর একজন শীর্ষ আধিকারিকের ঘনিষ্ঠ সহযোগী ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট এবং প্রধান নির্বাচকের সাথে ফোনে সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করেছেন। এমতাবস্থায়, আগামী ৩০ মার্চ এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত হতে পারে। পাশাপাশি, রোহিত এবং বিরাট এখনও A+ কন্ট্রাক্ট পাবেন কিনা সেই বিষয়েও নজর রয়েছে ক্রিকেট অনুরাগীদের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর