ইংল্যান্ড সফরের আগে দু’ভাগে বিভক্ত টিম ইন্ডিয়া! কী পরিকল্পনা করছে BCCI? মিলল আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL-এর পরেই টিম ইন্ডিয়া (India National Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে। যেটি শুরু হবে আগামী ২০ জুন থেকে। এই সিরিজটি ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ভারতীয় ক্রিকেটের জন্য এই সিরিজ একটি নতুন অধ্যায় হিসেবে প্রমাণিত হতে পারে। তবে, ভারতীয় নির্বাচকরা এখনও এই সফরের জন্য টিম ইন্ডিয়ার দল নির্বাচন করেননি। কিন্তু, BCCI ডিপার্চার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। IPL-এর কথা মাথায় রেখে BCCI এই শিডিউল তৈরি করেছে।

ইংল্যান্ড সফরের আগে দু’ভাগে বিভক্ত টিম ইন্ডিয়া (India National Cricket Team):

ইংল্যান্ড সফরের আগে টিম ইন্ডিয়া ২ টি ভাগে বিভক্ত: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সফরের জন্য ২ টি ব্যাচে খেলোয়াড়দের ইংল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে রাখি যে, ভারতীয় দলের (India National Cricket Team) ইংল্যান্ড সফর ২০২৫ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত চলবে। যেখানে মোট ৫ টি টেস্ট ম্যাচ খেলা হবে। এই সফরটি IPL ২০২৫-এর ঠিক পরে শুরু হচ্ছে। যেটি আগামী ৩ জুন শেষ হবে।

India National Cricket Team divided into two.

এদিকে, IPL আগে ২৫ মে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে এই টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। যার কারণে এখন ফাইনাল আগামী ৩ জুন সম্পন্ন হবে। তাই, এই ব্যস্ত সময়সূচি বিবেচনা করে, BCCI খেলোয়াড়দের ২ টি ব্যাচে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ফের শুরু হচ্ছে IPL! কিন্তু RCB বনাম KKR ম্যাচ নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা, আদৌ হবে ম্যাচটি?

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট খেলোয়াড়দের প্রথম ব্যাচ আগামী ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে পারে। এদিকে, গম্ভীরের বেশিরভাগ সাপোর্ট স্টাফ এই মুহূর্তে দেশে নেই। তাঁরা সম্ভবত ইংল্যান্ডে সরাসরি দলের সাথে যোগ দেবেন। এছাড়াও, যেসব খেলোয়াড় ২০২৫ সালের IPL-এর প্লে-অফে পৌঁছতে পারবেন না, তাঁরাও এই ব্যাচের অংশ হবেন। এরপরে, বাকি খেলোয়াড়রা IPL ২০২৫ শেষ হওয়ার পরে ইংল্যান্ডে উড়ে যাবেন।

আরও পড়ুন: IPL ২০২৫-এ লাগু নতুন নিয়ম! মাথায় হাত ১০ টি দলেরই

ভারত “A” দলও ইংল্যান্ড যাবে: এই সফরের প্রস্তুতির জন্য BCCI ভারত “A” দলকে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করেছে। ভারত “A” দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ২ টি আনঅফিসিয়াল ৪ দিনের ম্যাচ খেলবে। যেগুলি খেলা হবে আগামী ৩০ মে ক্যান্টারবেরিতে এবং ৬ জুন নর্থাম্পটনে। এরপর আগামী ১৩ থেকে ১৬ জুন ভারত “এ” এবং সিনিয়র ভারতীয় দলের (India National Cricket Team) মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ সম্পন্ন হবে। এই সপ্তাহের শুরুতে ভারত “A” দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু, IPL-এর নতুন শিডিউলের কারণে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে এই পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে, ভারত “A” দল কবে ইংল্যান্ড সফরের জন্য রওনা হবে সেই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X