বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়া (India National Cricket Team) ফের ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত হতে চলেছে। তবে, এবার ভারতীয় টেস্ট দলের ড্রেসিংরুমে অনেক পরিবর্তন আসবে। কারণ, রোহিত শর্মা টিম ইন্ডিয়ায় থাকবেন না। অপরদিকে, বিরাট কোহলিও সোমবার টেস্ট থেকে অবসর গ্রহণ করলেন। এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক আসবে। আর এমনটা হচ্ছে রোহিত এবং বিরাট দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে। তবে, এখন প্রশ্ন হল, রোহিত এবং বিরাটের অবসরের পর ভারতের নির্বাচক কমিটি কোন ১৫ জন খেলোয়াড়কে ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলে জায়গা দেবে?
ইংল্যান্ড সফরে কেমন হবে ভারতীয় দল (India National Cricket Team):
শুভমান গিল হতে পারেন নতুন অধিনায়ক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইংল্যান্ড সফরের জন্য এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দলের (India National Cricket Team) ঘোষণা করা হয়নি। তবে, অনুমান করা হচ্ছে যে আগামী ২৩ মেয়ে দল নির্বাচনের জন্য বৈঠক সম্পন্ন করতে পারেন নির্বাচকরা। এদিকে, রোহিত শর্মার অবসরের পর, টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়কের জন্য শুভমান গিলের নাম এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই অধিনায়কত্বের দিক থেকে গিলের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও, গিলের ইনিংস ওপেন করতে পারেন অথবা তিন নম্বরেও ব্যাট করতে পারেন।
কারা করবেন ওপেনিং: গিল ছাড়াও ভারতীয় টেস্ট দলে (India National Cricket Team) ওপেনার হিসেবে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। পাশাপাশি, রোহিত শর্মার পরিবর্তে দলে প্রতিভাবান বাঁহাতি ব্যাটার সাই সুদর্শনকে সুযোগ দিতে পারেন নির্বাচকরা।
আরও পড়ুন: “পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত”, গর্জে উঠলেন মোদী, পাকিস্তানকে দিলেন হুঁশিয়ারি
কেমন হবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার: দলের (India National Cricket Team) মিডল অর্ডারে ৪ নম্বরে বিরাট কোহলির পরিবর্তে কেএল রাহুলকে দেখা যেতে পারে। টেস্টে এই ব্যাটিং পজিশনে রাহুলের এভারেজ ৫৪। কেএল রাহুলকে অবশ্যই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নির্বাচিত করা যেতে পারে। পাশাপাশি ঋষভ পন্থও দলে জায়গা পেতে পারেন। কারণ তিনি টেস্ট দলের সহ-অধিনায়ক হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছেন।
দলের অলরাউন্ডার: ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ১৫ সদস্যের টেস্ট দলে ৩ জন স্পিন অলরাউন্ডার ছাড়াও ২ জন ফাস্ট বোলার অলরাউন্ডার থাকতে পারেন। স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের নাম রাখা যেতে পারে। অন্যদিকে শার্দুল ঠাকুর এবং নীতিশ কুমার রেড্ডিকে ফাস্ট বোলার অলরাউন্ডার হিসেবে নির্বাচন করা যেতে পারে।
আরও পড়ুন: পাচার করতেন গোপন খবর! পাক সেনার গুপ্তচরকে খতম করল BLA, দেওয়া হল কড়া বার্তা
৫ জন পেসার দায়িত্ব নিতে পারেন: আগামী ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার (India National Cricket Team) টেস্ট দলে ৫ জন ফাস্ট বোলার জায়গা পেতে পারেন। দলে যে ৫ জন পেসারকে জায়গা পেতে পারেন তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য ১৫ সদস্যের দল: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, কেএল রাহুল, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: