বাংলা হান্ট ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ঘোষণা করবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) স্কোয়াডের। তবে দল ঘোষণার আগেই ক্রিকেট অনুরাগীদের জন্য দুঃসংবাদ সামনে আসছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে এই সফর থেকে বাদ দেওয়া হতে পারে।
ইংল্যান্ড সফরের আগে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বাড়ছে চিন্তা:
জানিয়ে রাখি যে, IPL-এ শামি ধারাবাহিকভাবে বোলিং করেছেন। কিন্তু বলা হচ্ছে যে তিনি এখনও দীর্ঘ স্পেল বোলিং করতে সক্ষম নন। যার কারণে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখা হতে পারে। জানিয়ে রাখি ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে আগামী ২০ জুন থেকে। ওই সফরে টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুসারে, BCCI-এর মেডিক্যাল টিম BCCI-কে জানিয়েছে যে, ৩৪ বছর বয়সী এই পেসার দীর্ঘ স্পেল বল করতে পারবেন না। তাই, তাঁর ৫ টি টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনাও ক্ষীণ।
আরও পড়ুন: “সেনাবাহিনীর সঙ্গে আছি…”, মুখ খুললেন পাকিস্তানের আরশাদ নাদিম, নীরজের বিষয়ে বললেন…..
রিপোর্টে আরও বলা হয়েছে, জসপ্রীত বুমরাহ ইতিমধ্যেই BCCI-কে জানিয়েছেন যে তাঁর শরীর ৩ টির বেশি টেস্ট ম্যাচ খেলার মতো সক্ষম নেই। এমন পরিস্থিতিতে, এই সফরে শামির অনুপস্থিতি টিম ইন্ডিয়ার (India National Cricket Team) জন্য দ্বিগুণ ধাক্কা হতে পারে।
আরও পড়ুন: চিনকে কাছে পেয়ে ফের ভারতকে “ধোঁকা” দিল বাংলাদেশ! বাতিল হল ১৮০ কোটির অর্ডার
BCCI- এর একটি সূত্র জানিয়েছে, “IPL-এ শামি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৪ ওভার বল করেছেন। কিন্তু বোর্ড এবং নির্বাচকরা জানেন না যে তিনি দিনে ১০ ওভারের বেশি বল করতে পারবেন কিনা।” আরও জানানো হয়েছে, “ইংল্যান্ডে টেস্ট ম্যাচের জন্য ফাস্ট বোলারদের দীর্ঘ স্পেলের প্রয়োজন হতে পারে এবং আমরা কোনও ঝুঁকি নিতে পারি না।” জানিয়ে রাখি যে, মোহাম্মদ শামি ভারতের হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে WTC ফাইনালে। ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে, তাঁকে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও নির্বাচন করা হয়নি। ওই টুর্নামেন্ট ভারত (India National Cricket Team)১-৩ ব্যবধানে হেরেছিল।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: