ইংল্যান্ড সফরের জন্য কবে রওনা হবে টিম ইন্ডিয়া? সামনে এল দিনক্ষণ, প্রস্তুতি শুরু করল BCCI

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতে IPL-এর ১৮ তম মরশুম সম্পন্ন হচ্ছে। যেখানে ভারত ছাড়াও অন্যান্য দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। এই টুর্নামেন্টের সমাপ্তির পর, টিম ইন্ডিয়া (India National Cricket Team) ইংল্যান্ড সফরে যাবে। যেখানে দুই দল ৫ ম্যাচের টেস্ট সিরিজে একে অপরের মুখোমুখি হবে। এই সফরে, ভারত “এ” দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৩ টি টেস্ট ম্যাচ খেলবে। এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারত “এ” দলের আগামী ২৫ মে ইংল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য প্রস্তুতি শুরু করেছে BCCI-ও।

ইংল্যান্ড সফরের জন্য কবে রওনা হবে টিম ইন্ডিয়া (India National Cricket Team):

ভারত “এ” দল ২৫ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে: জানিয়ে রাখি, এই সফরের জন্য টিম ইন্ডিয়ার (India National Cricket Team) দল এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু, বোর্ড চায় যে এই সিরিজে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য সকল ব্যবস্থা সঠিকভাবে করা হোক। প্রাথমিক পরিকল্পনা অনুসারে, প্রথমে ভারত “এ” দলের সেই খেলোয়াড়রা ইংল্যান্ডে উড়ে যাবেন, যাঁরা IPL ২০২৫-এর নকআউট ম্যাচগুলিতে অংশগ্রহণ করবেন না। বাকি খেলোয়াড়রা এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দলে যোগ দেবেন।

 India National Cricket Team England Tour Update.

এদিকে এই সফরের জন্য, বোর্ডের লজিস্টিক টিম একাধিক খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছে এবং তাঁদের পাসপোর্ট, জার্সির মাপ ইত্যাদি সংগ্রহ করেছে। জানিয়ে রাখি যে, ভারতের (India National Cricket Team) “এ” দল এবং ইংল্যান্ডের মধ্যে ৩ টি ৪ দিনের টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। যার প্রথম টেস্ট ম্যাচটি আগামী ৩০ মে ক্যান্টারবেরিতে সম্পন্ন হবে।

আরও পড়ুন: বাংলাদেশে বিচারের নামে প্রহসন! এবার জেলবন্দি অবস্থায় হত্যার মামলায় “গ্রেফতার” চিন্ময় প্রভু

এই সিরিজ শেষ হওয়ার পর, ভারতের (India National Cricket Team) সিনিয়র দল এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এই সিরিজে খেলা খেলোয়াড়রা জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে যেতে পারেন। অনুমান করা হচ্ছে যে এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে ইনট্রা স্কোয়াড ম্যাচের আগে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন: বাজবে সাইরেন, থাকতে হবে সতর্ক! যুদ্ধের আবহে ৭ মে রাজ্যে রাজ্যে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের

এমনও খবর আছে যে, ভারতের (India National Cricket Team) কিছু খেলোয়াড় নিজেরাই সিরিজ শুরুর আগে একটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে চান। তবে, এটি নির্ভর করবে ২০২৫ সালের IPL-এ তাঁদের দলের সফর কখন শেষ হবে তার ওপর। এদিকে ইংল্যান্ড সফর শুরুর আগে, ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সম্পূর্ণ বিশ্রাম দিতে চায়। কারণ এটি একটি দীর্ঘ সফর হতে চলেছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X