ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম T20 ম্যাচ! মোবাইলেও দেখা যাবে বিনামূল্যে, এখনই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) ও দক্ষিণ আফ্রিকার মধ্যে T20 সিরিজের প্রথম ম্যাচ আগামী শুক্রবার ডারবানে খেলা হবে। এজন্য সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া পুরোপুরি প্রস্তুত। এদিকে, অভিষেক শর্মা ও তিলক ভার্মার সঙ্গে রিঙ্কু সিংকেও প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করতে পারে ভারত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ম্যাচটি ভারতের ক্রিকেট অনুরাগীরা বিনামূল্যে দেখতে পারবেন। অর্থাৎ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ টিভির পাশাপাশি মোবাইল অ্যাপেও বিনামূল্যে দেখা যাবে।

ভারত (India National Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে T20 ম্যাচ দেখুন বিনামূল্যে:

জানিয়ে রাখি যে, এই ম্যাচটি ভারতীয় সময় রাত ৮ টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে। এদিকে, লোকাল টাইম অনুযায়ী, এটি শুরু হবে বিকাল ৫ টা থেকে। এমতাবস্থায়, লোকাল টাইম জোন দক্ষিণ আফ্রিকার অঞ্চল হিসাবে বিবেচিত হবে। কারণ এই ম্যাচটি ওই দেশে সম্পন্ন হবে। উল্লেখ্য যে, ভারত (India National Cricket Team) ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মোট ৪ টি ম্যাচের T20 সিরিজ খেলা হবে। এমতাবস্থায়, শুক্রবার ডারবানের কিংসমিডে প্রথম ম্যাচটি সম্পন্ন হবে।

অনুরাগীরা বিনামূল্যে ম্যাচটি লাইভ দেখতে পারবেন: এর জন্য আপনাকে আপনার স্মার্টফোনে Jio Cinema অ্যাপ ডাউনলোড করতে হবে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে Jio Cinema অ্যাপে। এর জন্য কোনও ধরণের চার্জ দিতে হবে না। দর্শকরা টিভিতেও ম্যাচটি দেখতে পারবেন। টিভিতে এর সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস 18 চ্যানেলে।

India National Cricket Team first T20 match against South Africa.

ভারতীয় দলে জায়গা পেয়েছেন এই খেলোয়াড়রা: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া (India National Cricket Team) অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছে। দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন এবং অর্শদীপ সিংয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। তাঁদের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে আবেশ খান, রবি বিষ্ণোই, বিজয়।কুমার, রমনদীপ সিং, অভিষেক শর্মা এবং রিঙ্কু সিংকেও।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল তাঁবুতে আচমকাই ব্যারেটো! মোহনবাগানের প্রাক্তনী নিলেন লাল-হলুদ জার্সি, কেসটা কি?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 ম্যাচে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয় কুমার, আবেশ খান, যশ দয়াল এবং রিঙ্কু সিং।

আরও পড়ুন: ট্রাম্প প্রেসিডেন্ট হতেই ঘুরে যাবে কোহলির ভাগ্য? হবে “বিরাট” কামব্যাক! বেজায় খুশি ক্রিকেট অনুরাগীরা

দক্ষিণ আফ্রিকার দল : এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেন্ড্রিক্স, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, প্যাট্রিক ক্রুগার, ডোনোভান ফেরেরা, হেনরিখ ক্লাসেন, রায়ান রিকেলটন, ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, মিহালি এমপংওয়ানা, নাকাবায়োমজি পিটার।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর