বাংলা হান্ট ডেস্ক: পুণেতে খেলা চতুর্থ T20 ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team)। ওই ম্যাচে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার হর্ষিত রানার নাটকীয়ভাবে আন্তর্জাতিক T20 ক্রিকেটে অভিষেক হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, হর্ষিত বিশ্বের প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন যিনি আন্তর্জাতিক T20 ক্রিকেটে কনকাশন সাবস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
ইংল্যান্ডকে ফের হারিয়েছে ভারত (India National Cricket Team):
মূলত, শিবম দুবের জায়গায় তাঁকে মাঠে নামানো হয় এবং তিনি ৩ উইকেট নিয়ে অভিষেক ম্যাচে ভারতের (India National Cricket Team) জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এমতাবস্থায়, অনেকেই জানতে চাইছেন যে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিতকে মাঠে নামানোর সিদ্ধান্ত কার ছিল? এবার নিজেই এই প্রশ্নের উত্তর দিলেন হর্ষিত রানা।
Harshit Rana last night clocked 151KMPH. pic.twitter.com/nmmwdWUdh1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 1, 2025
উল্লেখ্য যে, প্রথম ইনিংসে ব্যাট করার সময়ে দুবে একটি দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেছিলেন এবং ইনিংসের শেষ ওভারে একটি বল সরাসরি তাঁর হেলমেটে গিয়ে লাগে। এরপর তিনি ব্যাটিং চালিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে দেখা যায়নি তাঁকে। প্রথমে রমনদীপ সিংকে ফিল্ডিং করতে দেখা যায় এবং পরে হর্ষিতকে মাঠে দেখা যায়। প্রায় অর্ধেক ইনিংস শেষ হওয়ার পরে, এটি নিশ্চিত করা হয়েছিল যে হর্ষিতকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে নির্বাচিত করা হয়েছিল।
আরও পড়ুন: এবার পাকিস্তানেও শুরু মহাকুম্ভ! অভিনব উপায়ে চলছে গঙ্গাস্নান! তুমুল খুশি হিন্দুরা
এই প্রসঙ্গে হর্ষিত বলেন, “এটা আমার কাছেও ড্রিম ডেবিউ। দুবে ফিরে এলে, দুই ওভারের পরে আমাকে বলা হয় যে আমি কনকাশন সাবস্টিটিউট। এটা শুধু এই সিরিজের জন্য নয়, আমি অনেকদিন ধরে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। কারণ আমি প্রমাণ করতে চাই যে আমি এখানে থাকার যোগ্য। আমি IPL-এ ভালো বোলিং করেছি এবং এখানেও আমি সেটাই অনুসরণ করেছিলাম।”
আরও পড়ুন: ভুলে যান চাকরির চিন্তা! TreasureNFT-র মাধ্যমেই এবার হবে স্বপ্নপূরণ, ভিজবেন টাকার বৃষ্টিতে
হর্ষিত তাঁর প্রথম ওভারেই লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিয়ে ভারতকে (India National Cricket Team) প্রথম সাফল্য এনে দেন। লিয়াম হ্যারি ব্রুকের সাথে একটি ভালো পার্টনারশিপ গড়ে তুলছিলেন। যেটি ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারতো। এরপর ব্রুক হর্ষিতের এক ওভারে ১৮ রান করলেও তারপর দুর্ধর্ষভাবে প্রত্যাবর্তন করেন এই ফাস্ট বোলার এবং ভারতকে ম্যাচটি জিততেও সাহায্য করেন।