তৃতীয় টেস্টেই বাজিমাত করবে টিম ইন্ডিয়া! শুরু বিশেষ প্রস্তুতি, সামনে এল বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ভারতীয় দল (India National Cricket Team) বড়সড় ধাক্কা খেয়েছে। যদিও, পরবর্তী টেস্টের জন্য ইতিমধ্যেই তুমুল প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। আগামী ১৪ ডিসেম্বর থেকে গাব্বার ঐতিহাসিক মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলা টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে। প্রথম টেস্টে ভারত জিতলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ সমতা এনেছে অস্ট্রেলিয়া। এখন তৃতীয় টেস্ট জেতার চেষ্টা করবে ভারত। পাশাপাশি, এই জয়ে ভারত অনেকটাই লাভবান হতে পারে।

টিম ইন্ডিয়া (India National Cricket Team) নিচ্ছে বিরাট প্রস্তুতি:

গাবা টেস্টের প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া: তবে, তৃতীয় টেস্টের এখনও কিছুটা সময় থাকলেও প্রস্তুতির ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া (India National Cricket Team)। এদিকে, মঙ্গলবার বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে টিম ইন্ডিয়ার প্রায় সব খেলোয়াড়কেই প্রস্তুতি নিতে দেখা গেছে।

একদিকে যেখানে ব্যাটাররা তাঁদের ব্যাটিং অনুশীলন করছে, অন্যদিকে বোলাররাও বোলিং অনুশীলন করছেন। যদিও যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তা থেকে ভারতের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন কেমন হবে তা অনুমান করা কঠিন। তবে নিশ্চিতভাবেই মনে হচ্ছে অধিনায়ক খুব বেশি পরিবর্তন করবেন না।

আরও পড়ুন: “পুষ্পা ২” সিনেমায় অভিনয় করেছেন ক্রুনাল পাণ্ডিয়া? শুরু তুমুল জল্পনা, অবশেষে সামনে এল আসল সত্যি

নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারেন রোহিত শর্মা: এই সময়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এই নিয়ে যে রোহিত শর্মা মিডল অর্ডারে ফিরবেন নাকি ওপেন করবেন। অনুশীলনের ভিডিও থেকে মনে হচ্ছে রোহিত শর্মা আবার মিডল অর্ডারে খেলবেন। এদিকে, প্লেয়িং ইলেভেনে ব্যাটারদের খুব বেশি পরিবর্তন না হলেও বোলিংয়ে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কিংবদন্তিদের একি হাল! বিশ্বের সেরা একাদশে স্থান পেলেন না মেসি-রোনাল্ডো, মাথায় হাত অনুরাগীদের

গাব্বায় নজির গড়েছিল টিম ইন্ডিয়া: জানিয়ে রাখি যে, গাব্বার মাঠটি অত্যন্ত ঐতিহাসিক। গত সিরিজে এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত (India National Cricket Team)। সেই ম্যাচের কথা মনে করে অবশ্যই উত্তেজিত হবে টিম ইন্ডিয়া। গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এখনও পর্যন্ত ৭ টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৫ টি ম্যাচে। টিম ইন্ডিয়া ১ টি ম্যাচ জিতেছে এবং ১ টি ম্যাচ ড্র হয়েছে। টিম ইন্ডিয়ার জন্য পরের ম্যাচ জেতাও গুরুত্বপূর্ণ। এর ফলে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা টিকে থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর