অস্ট্রেলিয়ায় পৌঁছতেই চরম টেনশনে টিম ইন্ডিয়া! প্রথম টেস্টেই ঘটতে পারে বড় কেলেঙ্কারি

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team) বর্ডার গাভাস্কার-ট্রফির জন্য অস্ট্রেলিয়া পৌঁছেছে। দুই ব্যাচে সেখানে পৌঁছেছে টিম ইন্ডিয়া। যদিও, অধিনায়ক রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়া যাননি। মনে করা হচ্ছে প্রথম ম্যাচটি তিনি মিস করতে পারেন। এদিকে, মোট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থে। যদিও, এই সিরিজ শুরু হতে এখনও সময় আছে। তবে, এই আবহেই একটি কারণে টিম ইন্ডিয়ার উত্তেজনা ইতিমধ্যেই বেড়েছে। কারণ, এখনও পর্যন্ত প্রকাশিত রিপোর্টে জানা গেছে যে, পার্থের পিচ খুব বাউন্সি হবে। যা ভারতীয় ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার (India National Cricket Team):

জানিয়ে রাখি যে, ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে। যা খেলা হবে পার্থের ঐতিহাসিক মাঠে। এদিকে, ভারতীয় দল নিউজিল্যান্ডকে এমন একটি পিচে খেলেছে যা স্পিনারদের জন্য সহায়ক ছিল। যার মানে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক সময়ে স্পিন খেলার অভ্যাস হয়ে গেছে। যদিও সেখানেও টিম ইন্ডিয়াকে টানা তিন ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল।

India National Cricket Team is under tension ahead of the first Test in Australia.

জানা গিয়েছে, পার্থে যে পিচ তৈরি করা হয়েছে তা ড্রপ ইন। অর্থাৎ, এটা পার্থের পিচ নয়, অন্য কোথাও থেকে তৈরি করে এখানে রাখা হয়েছে। পিচটি গত সেপ্টেম্বরে প্রস্তুত করা হয়েছিল। যা এখন পার্থে পৌঁছেছে। সেখানেই ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, পার্থের পিচ ফাস্ট এবং বাউন্সি হতে পারে।

আরও পড়ুন: চাঁদ থেকে নিয়ে আসা মাটি এবার ধার দিতে চায় চিন! কি মতলব আঁটছে পড়শি দেশ? জানলে হবেন “থ”

অস্ট্রেলিয়া সিরিজ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া সিরিজ ভারতের (India National Cricket Team) জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে টানা তিন ম্যাচ হেরে ভারতীয় দল এখন তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে। এদিকে, আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, তাহলে এই দলটি না খেলেও এক নম্বরে পৌঁছে গেছে। তবে, ভারতীয় দল WTC পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও দলটির ফাইনাল খেলা নিয়ে ইতিমধ্যে এই চিন্তা শুরু হয়েছে। কারণ অস্ট্রেলিয়া সফর ভারতীয় দলের জন্য কখনোই সহজ হিসেবে বিবেচিত হবে না।

আরও পড়ুন: মুকেশ আম্বানির মাস্টারস্ট্রোক! এই রাজ্যে বিনিয়োগ করবেন ৬৫,০০০ কোটি, হবে ২.৫ লক্ষ কর্মসংস্থান

পার্থে প্রথম ম্যাচ খেলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বলে টেস্টও খেলবে ভারতীয় দল (India National Cricket Team)। যা খুবই গুরুত্বপূর্ণ হবে। এখনও পর্যন্ত সমীকরণের কথা বললে, ভারতীয় দল যদি অস্ট্রেলিয়াকে সিরিজে ৩-২ ব্যবধানে হারায়, তবেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। অস্ট্রেলিয়ায় এটি করা সম্ভব। তবে, বিষয়টি অবশ্যই সহজ নয়। এছাড়াও, যদি ফাস্ট এবং বাউন্সি পিচ তৈরি করা হয় তবে আরও অসুবিধা হবে। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পার্থের মাটিতে ভারতের পারফরম্যান্স কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর