ইংল্যান্ডের বিরুদ্ধে আদৌ খেলবেন জসপ্রীত বুমরাহ? সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা খেলোয়াড় জসপ্রীত বুমরাহের (India National Cricket Team) চোট সম্পর্কিত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা। যদিও, বুমরাহ সম্পর্কে এখনই কোনও তথ্য স্পষ্ট ভাবে জানা যাচ্ছে না। তবে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁকে টিম ইন্ডিয়ার অংশ করা হয়েছে।

টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) কবে প্রত্যাবর্তন করবেন বুমরাহ?

এদিকে, বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টি ম্যাচের T20 সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি ম্যাচের ODI সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এমতাবস্থায়, একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতীয় দলে যোগ দিতে পারেন বুমরাহ।

India National Cricket Team Jasprit Bumrah Update.

BCCI-এর সূত্রকে উদ্ধৃত করে Cricbogger-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের শেষ ম্যাচে বুমরাহ টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) যোগ দিতে পারেন। জানিয়ে রাখি যে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ODI সিরিজ শুরু হবে এবং সিরিজের শেষ ম্যাচটি আগামী ১২ ফেব্রুয়ারি সম্পন্ন হবে। এমতাবস্থায়, আহমেদাবাদে খেলা শেষ ODI-তে বুমরাহ টিম ইন্ডিয়ার অংশ হতে পারেন। এদিকে, সূত্রকে উদ্ধৃত করে এটিও উল্লেখ করা হয়েছে যে, বুমরাহ শুধুমাত্র টিম ইন্ডিয়াতে যোগ দেবেন। তবে ম্যাচটি খেলবেন না।

আরও পড়ুন: ISRO-র সেঞ্চুরি! লঞ্চ হতে চলেছে ভারতের “পাওয়ার হাউস”, তাকিয়ে দেখবে গোটা বিশ্ব

বুমরাহের চোট: যদিও, বুমরাহের চোটের প্রসঙ্গে এখনও কোনো অফিসিয়াল আপডেট আসেনি। তবে রিপোর্টে বলা হয়েছে, ফাস্ট বোলারের স্ক্যান রিপোর্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ওই স্ক্যান আগামী ২ ফেব্রুয়ারি হতে পারে বলেও জানা গিয়েছে।। সূত্রকে উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, “স্ক্যানের রিপোর্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই রিপোর্ট আসার পরেই বুমরাহ আহমেদাবাদে শেষ ODI-তে দলের সাথে যোগ দেবেন।”

আরও পড়ুন: রিঙ্কুর ৩.৫ কোটির বাংলোয় কেন থাকেন না তাঁর বাবা-মা? কারণ জানলে চোখে জল আসবে

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার শেষ ODI সিরিজ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা ODI সিরিজটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ফরম্যাটে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) জন্য শেষ সিরিজ হবে। এই সিরিজের মাধ্যমেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শেষ সুযোগ পাবে ভারতীয় দল। জানিয়ে রাখি যে, হর্ষিত রানাকে ODI সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অংশ করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর