প্রথমবার এই দেশে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া! শিডিউল ঘোষণা করল BCCI

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এর পর টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) ইংল্যান্ড সফরে যেতে হবে। যেখানে দুই দলের মধ্যে ৫ টি টেস্ট ম্যাচ খেলা হবে। এরপর, ভারতীয় দল ODI এবং T20 সিরিজের জন্য বাংলাদেশ সফর করবে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফরের সময়সূচি ঘোষণা করেছে। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই সফর আগামী ১৭ অগাস্ট থেকে শুরু হবে এবং শেষ ম্যাচটি ৩১ অগাস্ট সম্পন্ন হবে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটি হবে টিম ইন্ডিয়ার প্রথম সাদা বলের সিরিজ। এছাড়াও, এটি বাংলাদেশে টিম ইন্ডিয়ার প্রথম T20 সিরিজও হবে।

বাংলাদেশে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (India National Cricket Team):

বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা: জানিয়ে রাখি যে, বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) প্রথমে ৩ ম্যাচের ODI সিরিজ খেলতে হবে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৭ অগাস্ট মিরপুরে সম্পন্ন হবে। এরপর, ২০ অগাস্ট মিরপুরে দ্বিতীয় ODI খেলা হবে। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সম্পন্ন হবে ২৩ অগাস্ট, চট্টগ্রামে। ODI সিরিজের পর ৩ ম্যাচের T20 সিরিজও খেলা হবে। T20 সিরিজটি আগামী ২৬ অগাস্ট চট্টগ্রামেই শুরু হবে। এর পাশাপাশি, T20 সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৯ অগাস্ট এবং তৃতীয় ম্যাচটি ৩১ অগাস্ট মীরপুরে সম্পন্ন হবে।

India National Cricket Team play T20 series this country.

ভারত ও বাংলাদেশের মধ্যে হবে ৬ টি ম্যাচ:
* প্রথম ODI – ১৭ অগাস্ট মিরপুর)
* দ্বিতীয় ODI – ২০ অগাস্ট (মিরপুর)
* তৃতীয় ODI – ২৩ অগাস্ট (চট্টগ্রাম)
* প্রথম T20 ম্যাচ – ২৬ অগাস্ট (চট্টগ্রাম)
* দ্বিতীয় T20 ম্যাচ – ২৯ অগাস্ট (মিরপুর)
* তৃতীয় T20 ম্যাচ – ৩১ অগাস্ট (মিরপুর)

আরও পড়ুন: SBI-র দুর্ধর্ষ চমক! এবার বড় সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক, কপাল খুলল কোটি কোটি গ্রাহকের

২০২৬ সালের T20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হবে: উল্লেখ্য যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ৩ ম্যাচের এই T20 সিরিজটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। এই সিরিজ থেকেই ফের T20 বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু হবে। এই টুর্নামেন্টটি আগামী বছর ভারত (India National Cricket Team) ও শ্রীলঙ্কার আয়োজনে অনুষ্ঠিত হবে। যেটি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সম্পন্ন হবে। যেখানে টিম ইন্ডিয়া তাদের জয় বজায় রাখতে চাইবে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয় দল।

আরও পড়ুন: বঙ্গে নেই চাকরি! শিক্ষক হওয়ার আশায় পড়শি রাজ্যই ভরসা বাংলার চাকরিপ্রার্থীদের

অন্যদিকে, সকলের নজর থাকবে ODI সিরিজের দিকেও। সবচেয়ে বড় প্রশ্ন হল রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই সফরে দলের (India National Cricket Team) সাথে থাকবেন কিনা। কারণ এই দু’জনেই এখন কেবল টেস্ট এবং ODI খেলেন। এদিকে, এই সিরিজটি ইংল্যান্ড সফরের ঠিক পরেই হবে। এমন পরিস্থিতিতে, এই সিরিজে রোহিত এবং বিরাটকে বিশ্রামও হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X