কমিয়েছেন ১০ কেজি ওজন! নেটে ঝরাচ্ছেন ঘাম, কোহলির পরিবর্তে দাপট দেখাতে প্রস্তুত ভারতের এই ব্যাটার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে, ভারতে IPL ২০২৫ চলছে। এই টুর্নামেন্টটি ফের গত ১৭ মে থেকে শুরু হয়েছে। যেটি শেষ হতে চলেছে আগামী ৩ জুন। এর পর ভারতীয় দল (India National Cricket Team) ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড সফর করবে।

ইংল্যান্ড সফরের যাবে ভারতীয় দল (India National Cricket Team):

এদিকে ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল (India National Cricket Team)। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট কাকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত দেয়।

 India National Cricket Team player recent update.

এর পাশাপাশিএই সিরিজে বিরাট-রোহিতের অনুপস্থিতিতে কাকে কাকে দলে জায়গা দিচ্ছেন নির্বাচকরা সেদিকেও নজর রাখছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে ইংল্যান্ড সিরিজের আগে ভারতের (India National Cricket Team) হয়ে টেস্ট খেলা ২৭ বছর বয়সী সরফরাজ খানও কঠোর পরিশ্রম করছেন। এরই মধ্যে তিনি প্রায় ১০ কেজি ওজনও কমিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ভারতের ধ্বংস করা জঙ্গি ঘাঁটি ফের তৈরির প্ল্যান! IMF-এর কাছ থেকে মোক্ষম ঝটকা পেল পাকিস্তান

কোহলিকে কী রিপ্লেস করবেন সরফরাজ খান: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই সময়ে ভারতীয় দলে (India National Cricket Team) কোহলির জায়গায় কে আসবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। বর্তমানে ভারতীয় দলের হয়ে ৪ নম্বরে ব্যাট করার জন্য কেএল রাহুল এবং শুভমান গিলের নাম শীর্ষে রয়েছে। তবে, বর্তমানে কোহলির রিপ্লেস হিসেবে সরফরাজ খানকেও পরিশ্রম করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ভারতে একাধিক হামলার মাস্টারমাইন্ড! পাকিস্তানে অজ্ঞাত হামলাকারীদের হাতে নিকেশ লস্কর জঙ্গি সাইফুল্লাহ খালিদ

১০ কেজি ওজন কমিয়েছেন সরফরাজ: ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের (India National Cricket Team) হয়ে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ খান সম্প্রতি ১০ কেজি ওজন কমিয়েছেন। এছাড়া বর্তমানে তিনি তাঁর খাদ্যাভ্যাসেও যথেষ্ট নজর দিচ্ছে। একইসঙ্গে অনুশীলনেও প্রচুর ঘাম ঝরাচ্ছেন সরফরাজ। ইংল্যান্ডের কন্ডিশন অনুযায়ী সুইং বল খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দেখুন গুরুত্বপুর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X