বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হারের পর BCCI-এর মনোভাবে যথেষ্ট পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। সম্প্রতি খবর মিলেছিল যে, BCCI এবার খেলোয়াড়দের তাঁদের পরিবারের সাথে দীর্ঘ বিদেশ সফরে যাওয়ার সময়সীমা কমিয়ে দিয়েছে।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়াররা আর পাবেন না এই বিশেষ সুবিধা:
এর পাশাপাশি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের ম্যানেজারকেও টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ড্রেসিংরুম এবং টিম বাসে থাকতে নিষেধ করা হয়। তবে এবার আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে BCCI। রিপোর্ট অনুযায়ী, BCCI এবার খেলোয়াড়দের পার্সোনাল স্টাফদেরও নিষিদ্ধ করেছে।
টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের পার্সোনাল স্টাফদেরও নিষিদ্ধ করা হয়েছে: সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এখন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়রা তাঁদের পার্সোনাল স্টাফদের নিয়ে বিদেশ সফরে যেতে পারবেন না। পার্সোনাল স্টাফদের মধ্যে রয়েছেন রাঁধুনি (কুক), হেয়ার ড্রেসার, স্টাইলিস্ট এবং সিকিউরিটি গার্ড। জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার অনেক খেলোয়াড় তাদের ব্যক্তিগত রাঁধুনিকে নিয়ে যান। তাদের মধ্যে হার্দিক পাণ্ডিয়া একটি বড় নাম।
আরও পড়ুন: জলে যাবে কোটি কোটি টাকা? IPL-এর আগে KKR-এর ঘুম ওড়ালেন এই প্লেয়ার
কলকাতায় রিপোর্ট করার নির্দেশ: টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) এখন ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলতে হবে। এই T20 সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলা হবে। এদিকে এই সিরিজের প্রস্তুতির জন্য সব খেলোয়াড়কে কলকাতায় ডাকা হয়েছে। সবাইকে আগামী ১৮ জানুয়ারি ইডেন গার্ডেনে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কলকাতায় তিন দিন অনুশীলন করবেন এবং ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হবে।
আরও পড়ুন: আদানিকে চাপে ফেলা হিন্ডেনবার্গ রিসার্চ আচমকাই হল বন্ধ! কি জানালেন সংস্থার প্রধান অ্যান্ডারসন?
T20 সিরিজের আগে টিম ইন্ডিয়াতে বড় পরিবর্তন: ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের আগে আরও একটি বড় সিদ্ধান্ত নিল BCCI। আসলে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) কোচিং স্টাফে ষষ্ঠ সদস্য যুক্ত করেছে বোর্ড। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ করা হয়েছে সীতাংশু কোটককে। আশ্চর্যের বিষয় হল যে, গম্ভীর প্রধান কোচ হওয়ার পর দলে কোনও ব্যাটিং কোচ ছিল না। অভিষেক নায়ার ও রায়ান টেন দশখাতে দলে সহকারী কোচের পদে রয়েছেন। এছাড়া বোলিং কোচের দায়িত্বে রয়েছেন মরনে মরকেল এবং টি দিলীপ হলেন ফিল্ডিং কোচ।