বাংলা হান্ট ডেস্ক: আগামী জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ভারতীয় দলের (India National Cricket Team) অধিনায়কত্ব রোহিত শর্মার কাছেই থাকতে পারে। সংবাদ সংস্থা PTI-এর এক রিপোর্ট অনুসারে, রোহিত এখন ফিট রয়েছেন। শুধু তাই নয়, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স সত্বেও তিনি দলের নেতৃত্ব দিতে পারেন। রিপোর্ট অনুসারে, ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে।
ইংল্যান্ড সফরে কেমন হবে ভারতীয় দল (India National Cricket Team):
PTI-এর রিপোর্টে বলা হয়েছে, টিম ইন্ডিয়ার India National Cricket Team) দু’টি মিডল অর্ডার স্থানের জন্য কমপক্ষে ৬ জন প্রতিযোগী রয়েছেন। অস্ট্রেলিয়া সফরের সময়ে, BCCI ১৭ সদস্যের দল পাঠিয়েছিল। কিন্তু ইংল্যান্ড সফরে মাত্র ১৫ বা ১৬ সদস্যের দল যাবে। এই সফরে, ভারতের “A” দলও ইংল্যান্ডে থাকবে। এমন পরিস্থিতিতে, মূল দলের প্রয়োজন অনুসারে “A” দলের খেলোয়াড়দের ডাকা হতে পারে।
সুযোগ পেতে পারেন করুণ: মনে করা হচ্ছে যে ভারতীয় টেস্ট দলে (India National Cricket Team) পরিবর্তন আনা হতে পারে। কারণ ঘরোয়া টুর্নামেন্টে একাধিক খেলোয়াড় ভালো পারফর্ম করেছেন। ODI এবং টেস্ট উভয় ফরম্যাটেই ভালো পারফর্ম করা করুণ নায়ার ভারত “A” দলে সুযোগ পেতে পারেন। এদিকে, ফিট থাকলে রোহিত শর্মা থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল এবং বিরাট কোহলি সহজেই নির্বাচিত হবেন। বর্তমানে, অলরাউন্ডারের জন্য নীতীশ কুমার রেড্ডিই প্রথম পছন্দ।
আরও পড়ুন: ১২,০০০ কোটির বিনিয়োগ, ৫,০০০ চাকরি! এই শহরে তৈরি হবে ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন
রিজার্ভ ব্যাটার নিয়ে মাথাব্যথা: জানিয়ে রাখি যে, ইংল্যান্ড সফরের জন্য দল এখনও চূড়ান্ত হয়নি। তবে কমপক্ষে ৬ জন খেলোয়াড়ের নাম গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তাঁদের মধ্যে ১ জন বা ২ জন, সিনিয়র দলে জায়গা পেতে পারেন। বাকিরা অবশ্যই একই সময়ে নির্ধারিত ইংল্যান্ড লায়ন্স (“A” দল)-এর বিরুদ্ধে ইন্ডিয়া “A” সিরিজের অংশ হবেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কিছু খেলোয়াড়, বিশেষ করে রিজার্ভ ব্যাটারদের বিষয়ে অনেক চিন্তাভাবনা করতে হবে। যদি দলে ১৫ জন খেলোয়াড় থাকেন, তাহলে অতিরিক্ত একজন মিডল-অর্ডার ব্যাটারের জন্য জায়গা থাকবে। তবে, যদি দলে ১৬ জন খেলোয়াড় থাকেন তাহলে ২ জন মিডল-অর্ডার ব্যাটারকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই সফরে খেলা আগামী ২০ জুন শুরু হবে এবং অগাস্টের প্রথম সপ্তাহে শেষ হবে।
আরও পড়ুন: “নাম-ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালায়”, কাশ্মীরে জঙ্গি হামলার হাড়হিম করা বিবরণ জানালেন পর্যটক
সাই সুদর্শন কী সুযোগ পাবেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৯ টি প্রথম-শ্রেণির ম্যাচে ৭ টি সেঞ্চুরি করা সাই সুদর্শনও লাল বলের ক্রিকেটে নজর রাখার মতো একজন খেলোয়াড়। IPL-এ গুজরাট টাইটান্সের হয়ে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। নির্বাচকরা আক্রমণাত্মক ব্যাটার হিসেবেও তাঁর ওপর নজর রাখবেন। কারণ, তাঁর ভালো কৌশল আছে এবং চোট পাওয়ার আগে, তিনি অস্ট্রেলিয়ায় ভারত “A” দলের হয়ে ভালো পারফর্ম করেছিলেন। সাই সুদর্শনের সবচেয়ে বড় শক্তি হল ইনিংস শুরু করার পাশাপাশি, দলের প্রয়োজন অনুসারে তিনি মিডল অর্ডারেও ব্যাট করতে পারেন।