বাংলাদেশে খেলতে যাবে না ভারত? সম্পন্ন হবে না এশিয়া কাপও? সামনে এল বড় আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পহেলগাঁও-তে ঘটা ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার কারণে বর্তমানে ভারতে উত্তেজক পরিস্থিতি বিরাজ করছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই হামলার পরিপ্রেক্ষিতে সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে, এবার এই ঘটনার প্রভাব পড়তে পারে ক্রিকেটেও। জানিয়ে রাখি যে, আগামী অগাস্টে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

বাংলাদেশে খেলতে যাবে না ভারত (India National Cricket Team)?

এই সফরে ভারতকে (India National Cricket Team) ৩ টি ODI এবং ৩ টি T20 ম্যাচ খেলতে হবে। কিন্তু এখন হয়তো এই সফরটি নাও হতে পারে। এর প্রধান কারণ হল সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা। যেখানে পাকিস্তান ছাড়াও বাংলাদেশও উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ।

এই প্রাক্তন আধিকারিক ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি দখলের পরামর্শ দিয়ে একটি বড় বিতর্ক তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান চিনের সাথে যৌথ সামরিক ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে বলেন, “ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের ৭ টি রাজ্য দখল করা। এই প্রসঙ্গে, আমি মনে করি চিনের সাথে একটি যৌথ-সেনা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।” আর এই কারণেই, ভারত (India National Cricket Team) বাংলাদেশ সফর বয়কট করতে পারে।

India National Cricket Team recent update after attack.

এই প্রসঙ্গে জ্ঞাত একটি সূত্র ইতিমধ্যেই জানিয়েছে যে, “এই সফরটি ক্যালেন্ডারের একটি অংশ। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ODI এবং T20-র জন্য ভারতের (India National Cricket Team) বাংলাদেশ সফর না করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।”

আরও পড়ুন: দিঘার মন্দিরে “জগন্নাথ ধাম” শব্দের ব্যবহারে প্রতিবাদে সরব পুরীর ভক্তরা! মুখ্যমন্ত্রীকে দেওয়া হল চিঠি

এশিয়া কাপ সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে: জানিয়ে রাখি, এশিয়ার দলগুলির মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট হল এশিয়া কাপ। এই টুর্নামেন্ট চলতি বছরের সেপ্টেম্বরে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন এটির আয়োজনও প্রশ্নের মুখে পড়েছে। সন্ত্রাসবাদ নিয়ে ভারত (India National Cricket Team) ও পাকিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে খেলা কঠিন। এদিকে, এশিয়া কাপের ফরম্যাট এমন যে ভারত-পাকিস্তানের মধ্যে খেলা নিশ্চিত। এই কারণে, এই টুর্নামেন্টটি এখন স্থগিত করা যেতে পারে।

আরও পড়ুন: মোহনবাগানের শুভাশিসই AIFF-র বর্ষসেরা ফুটবলার! কে হলেন সেরা গোলরক্ষক? জানুন বিশদে

তবে, এশিয়া কাপ একটি নিরপেক্ষ ভেন্যুতে সম্পন্ন হবে। কিন্তু এখনও কোনও ভেন্যু চূড়ান্ত করা হয়নি। তবে, যাঁরা এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন তাঁরা মনে করেন যে, এই মুহূর্তে ভারত (India National Cricket Team) ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা উপযুক্ত নয় বলে এই টুর্নামেন্ট স্থগিত করা হতে পারে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X